Home শীর্ষ খবর নৌকার প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ সভাপতি

নৌকার প্রার্থীর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ সভাপতি

দখিনের সময় ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন। তার দাবি- কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ীই তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুরাদ এসব কথা জানান।
আবদুল ওয়াহেদ মুরাদ বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ যোগ্য প্রার্থী। তাকে প্রার্থী হওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই আবদুল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনকে আনন্দঘন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই আমি আবদুল্লাহকে সমর্থন জানিয়েছি।
নৌকার প্রার্থীর বিপক্ষের যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে কাউকে নির্বাচন করার সিদ্ধান্ত দিয়েছেন। অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্যে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবে মনে করে আমি আব্দুল্লাহকে সমর্থন জানিয়েছি। তিনি দল থেকে মনোনয়ন নিয়েছিলেন, কিন্তু দল তাকে সমর্থন দেয়নি। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে নেত্রীর সিদ্ধান্ত রয়েছে, তা এখনো বহাল রয়েছে। আমি কাউকে অযোগ্য বলবো না। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনিও যোগ্য প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন আমি সঠিক মনে করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই আমি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি। প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা পেলেই আমি সরে যাব। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না, এ ধরণের কোনো নির্দেশনা নেই।
আসনটিতে নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। তিনি এ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য। আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ মুরাদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে ফরিুদুন্নাহার লাইলি বলেন, আওয়ামী লীগের কর্মীরা নৌকার পক্ষেই কাজ করবেন। নৌকার বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেই। আর প্রধানমন্ত্রী বা কেন্দ্র থেকেও নৌকার বিপক্ষে কাজ করার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এমন কোনো সিদ্ধান্ত নেত্রী কখনো দেবেনও না। তবুও আওয়ামী লীগের সিনিয়র নেতা আবদুল ওয়াহেদ মুরাদ কীভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন তা বলতে পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments