Home নির্বাচিত খবর আতাউর রহমান খানের মৃত্যু দিবস আজ

আতাউর রহমান খানের মৃত্যু দিবস আজ

দখিনের সময় ডেস্ক:
রাজনীতিবিদ এবং লেখক এবং সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের মৃত্যু দিবস আজ। তিনি ১৯০৭ সালের ১ জুলাই ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ৮৪ বছর বয়সে ১৯৯১ সালের ৭ ডিসেম্বর মৃত্যু বরণ করেন। ছিলেন একাধারে রাজনীতিবিদ এবং লেখক। পঞ্চাশ ও ষাটের দশকে বাঙালি স্বাধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিলো। কিন্তু এরশাদ সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন।
আতাউর রহমান খান ১৯৩০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এ. অনার্স পাস করেন। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বি.এল. ডিগ্রী লাভ করেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আতাউর রহমান খান ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ গঠনের সময় প্রতিষ্ঠাতা সহসভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫২ সালের ৩০ জানুয়ারি প্রতিষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনয়নে পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন। একই বছরে পূর্ববঙ্গ সরকারের বেসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্রী হিসেবেও নিযুক্তি লাভ করেন। ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সামরিক শাসন জারির পূর্ব পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করে গণতন্ত্র পুনর্বহালের জন্য আন্দোলন অব্যাহত রাখতে ভূমিকা রাখেন। ১৯৬৯ সালের ২০ জুলাই তার নেতৃত্বে জাতীয় লীগ গঠিত হয়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে গ্রামের বাড়ি থেকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি হন। সেপ্টেম্বর মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন। ১৯৭৩ সালে ঢাকা-১৯ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বাকশালে যোগ দিয়ে এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৯১ সালের ৭ ডিসেম্বর তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments