Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘Marine and River Tourism Opportunities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়া। মূল প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মাদ জাবের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপারিন্টেনডেন্ট মোহাম্মাদ আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফোরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন লিপি, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান শাহাদাত হোসাইন। পেপার প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন (প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন) পাটার বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। সেমিনারনের সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়া বলেন, বিশ্বে মোট জনসংখ্যার ৭ জনের ১ জন এখন পর্যটক। বাংলাদেশের পর্যটন খাত দিন দিন এগিয়ে চলেছে। পর্যটন খাতে জিডিপির বরাদ্দ আগের চেয়ে বেড়েছে। পর্যটন খাতকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার্থীরা অনেক ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। আমরা খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো সংস্কারের উদ্যেগ নিব।
প্রধান বক্তার বক্তব্যে  বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মাদ জাবের বলেন, বাংলাদেশে ট্যুরিজম খাতে জিডিপি বরাদ্দকে আরো ১০% বৃদ্ধির কাজ চলছে। বর্তমানে পর্যটন কেন্দ্রিক কাজ করছেন প্রায় ৭২ লক্ষ ৮৫ হাজার লোক, ২০৪১ সালে আশা করা যায় এ খাতে ২ কোটি ১৯ লক্ষ লোক কাজ করবেন। এ খাতকে এগিয়ে নিতে তরুণরা বিশেষ ভূমিকা রাখতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে খুব দ্রুতই আমরা পদক্ষেপ নিব।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো একেকটি ট্যুরিস্ট স্পটের মত, বিশ্ববিদ্যালয়গুলোকে দেখতেই অনেক পর্যটকরা ভিড় করেন। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনেক পর্যটক আসেন। বিশেষ করে শরতের কাশফুল দেশব্যাপী সমাদৃত। কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সেভাবে উপস্থাপন করতে পারছি না। তাই আমি ট্যুরিজম বোর্ডকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে অনুরোধ জানাবো।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments