Home অন্যান্য নির্বাচিত খবর অবসরে গেলেন কৃষি ব্যাংক চেয়ারম্যান নাসিরুজ্জামান

অবসরে গেলেন কৃষি ব্যাংক চেয়ারম্যান নাসিরুজ্জামান

দখিনের সময় ডেস্ক:
দক্ষতার সাথে তিন বছর কৃষিব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে আজ বুধবার(১৩ ডিসেম্বর) বসরে  গেলেন মো: নাসিরুজ্জামান। এর আগে তিনি কৃষি সচিব ছিলেন। সেখান থেকে ২০২০ সালের ১৫ আক্টোবর অবসরকালীন ছুটিতে যান মো: নাসিরুজ্জামান।

দৈনিক দখিনের সময়-এর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন মো: নাসিরুজ্জামান

মেধাবী ছাত্র এবং সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তা মো: নাসিরুজ্জামান কৃষি মন্ত্রণারয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন ২০১৮ সালের ১৯ আগস্ট। দুই বছরের বেশি সময় ধরে কৃষি সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মো: নাসিরুজ্জামান প্রায় ৮ বছর ধরে কৃষি বিষয়ক বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিএডিসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে মো: নাসিরুজ্জামান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। কৃষি সেক্টরে দীর্ঘ সময়ে কাজের অভিজ্ঞতায় মো. নাসিরুজ্জামানকে দেশের কৃষি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কৃষি বিষয়ে গভীর জ্ঞানের কারণে অনেকেই তাঁকে কৃষিবিদ মনে করতেন। আনেকের বিবেচনায় পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে মো: নাসিরুজ্জামানের দক্ষতা মাইলফলক হয়ে থাকবে।

সুপারির খোল দিয়ে বিভিন্ন আসবাবপত্র রফতানী করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন দেখতেন মো: নাসিরুজ্জামান। এ বিষয়ে বরিশাল রিপোর্টার্স ‍ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সঙ্গে আলাপ করছেন। ছবি: আলম রায়হান

উল্লেখ্য, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান মো: নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মন্ত্রনালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। শেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পালন কালেও মো: নাসিরুজ্জামান কৃষির ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি বরিশাল কলেজ থেকে এইচএসসি পাস করার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। পরের বছর তিনি সমাজকল্যান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতক উত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ছাত্র ছিলেন। পেশাগত জীবনের মতো ছাত্রজীবনেও মো: নাসিরুজ্জামান ক্রমশ উজ্জ্বলতর হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments