Home নির্বাচিত খবর ২০ হাজার টাকা নগদ নিয়ে নির্বাচনে নকুল কুমার বিশ্বাস

২০ হাজার টাকা নগদ নিয়ে নির্বাচনে নকুল কুমার বিশ্বাস

দখিনের সময় ডেস্ক:
বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নগদ আছে মাত্র ২০ হাজার টাকা নগদ নিয়ে । পাঁচলাখ টাকা ঋণ রয়েছে তার। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। মিরপুরের বাসিন্দা নকুল কুমার বিশ্বাস বিএ পাস। এর আগে কখনো নির্বাচনে অংশ নেননি।
নকুল কুমার বিশ্বাস হলফনামায় উল্লেখ করেছেন, সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার তার প্রধান পেশা। এই পেশায় বছরে ১০ লাখ ৯১ হাজার ৩০৭ টাকা আয় করেন। স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, নগদ ২০ হাজার টাকা, ব্যাংকে জমা ১ লাখ ১৮ হাজার ৮০২ টাকা, ১০ ভরি স্বর্ণ যার মূল্য জানেন না। একটি টেলিভিশন, একটি ফ্রিজ, ৪টি ফ্যান, দুটি খাট, এক সেট সোফা, একটি ডাইনিং টেবিল থাকলেও তার মূল্য জানা নেই। তার নিজ নামে দেড় একর কৃষি জমি রয়েছে। তারও মূল্যও জানেন না। অকৃষি জমি রয়েছে ১২ শতাংশ। কিন্তু মূল্য জানেন না। একটি দ্বিতল বিল্ডিং, একটি টিনের ঘর রয়েছে। এসবেরও মূল্য জানা নেই। তার একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১০ লাখ টাকা। একটি মৎস খামার রয়েছে ৫০ লাখ টাকা সমমূল্যের। আর ঘটকের চর কৃষি ব্যাংকে ৫ লাখ টাকার ঋণ রয়েছে নকুল কুমার বিশ্বাসের নামে।
নকুল কুমার সংবাদ মাধ্যমকে বলেন, আমার পূর্বপুরুষ উজিরপুরের সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় কিছুদিন ছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্বপুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে নির্বাচন করছি। আমারতো এখানে কিছুই নেই। বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদার আমাকে ২১ শতাংশ জমি দান করেছেন। সেই জমিতে ভবন নির্মাণে কাজ শুরু করেছি। কাজের উদ্বোধন করে গেছেন বঙ্গবীর কাদের সিদিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন লাভ

দখিনের সময় ডেস্ক: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আতোয়ার...

ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামালো আইনজীবীরা

দখিনের সময় ডেস্ক: রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি এজলাস থেকে নেমে যেতে বাধ্য...

ইসকন লীগ হয়ে ফিরে এসেছে আওয়ামী লীগ

দখিনের সময় ডেস্ক: পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ‘ইসকন লীগ’ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়...

বিজেপির মতোই কংগ্রেসেরও উদ্বেগ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে...

Recent Comments