দখিনের সময় ডেস্ক:
যশোরের নওয়াপাড়া নৌ বন্দরের ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি লাইটার জাহাজের তলা ফেটে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এমভি আর রাজ্জাক নামে লাইটার জাহাজের তলার অংশ ফেটে যায়। এতে জাহাজের কিছু অংশ ডুবে গেছে। জাহাজটিতে প্রায় দেড় কোটি টাকার কয়লা রয়েছে।
শেখ ব্রাদার্সের পরিচালক শেখ শফিয়ার রহমান বলেন, নওয়াপাড়া ভৈরব নদে কয়লাবোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকেছে। কয়লা উদ্ধারের কাজ চলছে। জাহাজটির মাস্টার মো. মুরাদ হোসেন জানান, ৮ ডিসেম্বর নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স শেখ ব্রাদার্সের আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া থেকে যাত্রা শুরু করেন। গত ১০ ডিসেম্বর নওয়াপাড়ায় সরদার মিল ঘাটে জাহাজটি নোঙর করা হয়। পাচঁ দিন পর শুক্রবার বিকেল ৪টার দিকে ঘাটে নোঙর করার সময় তলদেশ ফেটে জাহাজে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে জাহাজের কিছু অংশ ডুবে যায়। এখন জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।