দখিনের সময় রিপোর্ট:
বরিশাল সদর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট বলে জানিয়েছেন একাধিক সূত্র। তবে এ বিষয়ে আগামীকাল ঘোষণা পাওয়া যাবে বলে । এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সমার্থকদের বেশ আলোরন সৃষ্টি হয়েছে।
প্রার্থিতা ফিরে পেতে আজ রোববার (১৭ ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন সাদিক আব্দুল্লাহ। এর আগে গত শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে নানান অভিযোগে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে ইসি।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন করেন। সেখানে তার বিরুদ্ধে ভুল তথ্য পেশ করার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ইসি তার মনোনয়নপত্র বাতিল করেন।