Home রাজনীতি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে জাতীয় পার্টি

নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে জাতীয় পার্টি

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সঙ্গে ‘আসন সমঝোতা’ না হলে জাপার প্রার্থীরা আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। সেজন্য প্রয়োজনীয় কাগজপত্রও তৈরি করে রাখা হয়েছে। সর্বশেষ জানা গেছে, সম্মানজনক আসনে এবং তাদের দলের পাঠানো তালিকা অনুযায়ী আসন ছাড় দেওয়া না হলে জাপা শেষ পর্যন্ত নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগের সাথে কয়েক দফায় জাপার বৈঠক হলেও গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত সমঝোতা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত সমঝোতা না হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে (আজ রোববার) নতুন সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে জাপা।
সমঝোতা ঝুলে যাওয়ার কারণ সম্পর্কে জাপা নেতারা বলছেন, আওয়ামী লীগ নিজদের পছন্দমতো তালিকা করেছে। যেখানে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেগুলোকে ছাড় হিসেবে দেখানো হয়েছে। অথচ জাপা যাদের আসনে ছাড় চেয়েছে, আওয়ামী লীগ সেসবের বেশিরভাগই বাদ দিয়েছে। আওয়ামী লীগের প্রস্তাবিত ২৬ জনের তালিকায় এমন প্রার্থীদের নাম রয়েছে, যাদের নাম জাপা থেকে দেওয়া হয়নি।
গত শুক্রবার আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠকে জাপাকে ২৬টি আসনে ছাড় দিতো রাজি হয় জাপা। তবে সেই ২৬ জনের তালিকায় জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাসহ অনেক গুরুত্বপূর্ণ নেতাদের নাম নেই। যার কারণে জাপা ২৬ জনের তালিকা প্রত্যাখ্যান করেছে।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে জাপার দায়িত্বপ্রাপ্ত নেতাদের গতকাল শনিবার দুপুরে বৈঠক হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জাপাকে টেলিফোনে জানিয়ে দেওয়া হয় যে, আসন পরিবর্তন ও বাড়ানো সম্ভব নয়। এরপর দুপুর দুইটা থেকে জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির কেন্দ্রীয় প্রায় সকল নেতা এবং বর্তমান এমপিরা গুলশানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসায় বৈঠকে বসেন। বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে। এই বৈঠক থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জাপা মহাসচিব চুন্নু জানান, ২৬ জনের তালিকায় দলের গুরুত্বপূর্ণ নেতাদের নাম না থাকায় তা মানতে পারছেন না। পরে জাপার প্রসিডিয়াম সদস্য সোস্তফা আল মাহমুদের মাধ্যমে আওয়ামী লীগ নেতা মির্জা আজমের কাছে ৪২ জনের তালিকা পাঠানো হয়। তালিকা পেয়ে ওবায়দুল কাদের তাদের জানান, তিনি তার দলীয় প্রধানের সঙ্গে কথা বলে জানাবেন। সবশেষ রাত একটা পর্যন্ত তিনি জাপাকে কিছু জানানিন। তখনও জাপার নেতারা সবাই বারিস্টার আনিসের বাসিয় অপেক্ষমান ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধ করার নির্দেশনা

দখিনের সময় ডেস্ক: ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ যাচাই...

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

জিমেইলে আসছে নতুন এআই ফিচার

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জিমেইল। এটি ছাড়া স্মার্টফোনে কাজ করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া কর্পোরেট জগতে জিমেইল ছাড়া চলা...

Recent Comments