Home শিক্ষা ক্যাম্পাস অন্তর্ভূক্তিমূলক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মুক্তিযুদ্ধ : জাফর ইকবাল

অন্তর্ভূক্তিমূলক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মুক্তিযুদ্ধ : জাফর ইকবাল

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, অন্তর্ভূক্তিমূলক সমাজের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একজন কুলি পর্যন্ত সকলের অংশগ্রহণ ছিলো। এর থেকে অন্তর্ভূক্তিমূলক ঘটনা আর হয় না। একইসাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে আত্মত্যাগ, বীরত্ব ও অর্জনের সবচেয়ে বড় উদাহরণ। এসময় তিনি আরো বলেন, এদেশকে স্বাধীন করার জন্য যাঁরা অকাতরে রক্ত ঝড়িয়েছেন তাঁদের রক্তের ঋণ কোনদিনও শোধ করা সম্ভব নয়। তবুও সে চেষ্টা আমাদের করতে হবে। দেশের জন্য আবেগ কাজ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যারযার অবস্থান থেকে কাজ করতে হবে।
আজ (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের দর্শন :অন্তর্ভুক্তিমূলক সমাজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  সেমিনারটিরসভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। প্রবন্ধ উপস্থাপক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের সভাপতি শাহানাজ পারভীন রিমি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়সার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমরা এখন অতি আধুনিকতার দিকে ধাবিত হচ্ছি। এসময় মানুষের অস্ত্র হচ্ছে জ্ঞান। যে নানামুখী জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করবে সেই অন্যের তুলনায় এগিয়ে যাবে।তাই আমি আমার প্রতিটি শিক্ষার্থীকে পরামর্শ দেই, তোমরা তোমাদের জ্ঞান চর্চার ধারা সবসময় সমুন্নত রাখবে।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments