Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. আব্দুল কাইউম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. আব্দুল কাইউম

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলমের স্থলাভিষিক্ত হলেন।
অফিস আদেশ বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শিক্ষক (ড. মোঃ আব্দুল কাইউম সহযোগী অধ্যাপক মার্কেটিং বিভাগ)-কে ছকের বর্ণনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো। বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্র্য হবেন। তবে একাধিক পদে দায়িত্ব পালন করলে যেকোনো একটির ভাতা গ্রহণ করতে পারবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রক্টর ড. আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা। বিগত দিনে অনেক ঘটনার তদন্ত হয় নি বিধায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একধরনের আস্থার ঘাটতি দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। এখন বিচারহীনতার সংস্কৃতির সমাপ্তি ঘটবে।
ড. আবদুল কাইয়ুম আরো বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি শতভাগ সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দিন রাত ২৪ ঘন্টা আমাকে তাদের পাশে পাবে। প্রক্টর অফিস হবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শিক্ষার্থীবান্ধব অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments