Home খেলাধূলা জুতায় দুই মেয়ের নাম লিখে উসমান খাজার অন্য রকম প্রতিবাদ

জুতায় দুই মেয়ের নাম লিখে উসমান খাজার অন্য রকম প্রতিবাদ

দখিনের সময় ডেস্ক:
ফিলিস্তিনের পক্ষ নিয়ে আইসিসির বিরুদ্ধে যেন একাই লড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। পার্থ টেস্টে জুতায় বিশেষ বার্তা নিয়ে নামতে চেয়েছিলেন, সেটা হয়নি। পরে টেপ দিয়ে বিশেষ বার্তা ঢেকে মাঠে নেমেছিলেন তিনি। অবশ্য বাহুতে কালো টেপ পরতে ভুল করেননি। সেটার জন্য আইসিসির কাছ থেকে তিরস্কারও শুনতে হয়েছে তাকে। কিন্তু এরপরেও থেমে থাকেননি খাজা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খাজা নামতে চেয়েছিলেন শান্তির প্রতীক পায়রা এবং জলপাই ডালের প্রতীক নিয়ে। সেটাতেও আইসিসির নিষেধাজ্ঞা রয়েই যায়। তবে খাজা যেন দমে যাওয়ার পাত্র নন। নিজের মতো করেই প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন তিনি। মেলবোর্নে এই অজি তারকার জুতায় থাকলো দুই মেয়ে আয়েশা এবং আয়লার নাম। অবশ্য নিজের দুই মেয়ের নামও প্রতিবাদেরই অংশ। পার্থ টেস্টে আইসিসির আপত্তির পর খাজা বলেছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’ এবার সেই মেয়ের নাম দিয়েই ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলিও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন খাজাকে নিয়ে, ‘আমরা উজির (উসমান খাজা) সঙ্গে বসেছিলাম। এমন কিছু খুঁজে বের করতে চেয়েছি, যেটা পক্ষপাতহীন, ধর্মনিরপেক্ষ ও অরাজনৈতিক হবে। সেভাবেই শান্তির প্রতীক পায়রার কথা মাথায় আসে। কিন্তু আইসিসি হয়তো বিষয়টা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করেছ। বক্সিং ডে টেস্টে নিজের ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক হিসেবে পায়রা এবং জলপাই ডালের স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন অজি ওপেনার উসমান খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুমতি পেলেও খাজা আটকেছেন আইসিসির কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

Recent Comments