দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের ও বিশ্বের বর্তমান পরিস্থিতিতে একমাত্র আওয়ামী লীগই দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখে।’ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ ও জামালপুরসহ ৬টি জেলার নির্বাচনী জনসভায় দেওয়া ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
এ সময় আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ বানাতে হবে বাংলাদেশকে। দেশের ও বিশ্বের বর্তমান পরিস্থিতিতে একমাত্র আওয়ামী লীগই দেশকে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখে।’ আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করার প্রত্যয়ও জানান আওয়ামী লীগের সভাপতি। শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস ও নাশকতা করা বিএনপি সব সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচনবিরোধী কর্মকান্ড শুরু করে। এবারও তারা সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, আমরা সেটাই চাই। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, সেটি আমরা বিশ্বাস করি না। তারা তো নির্বাচনে বিশ্বাস করে না। তাদের কাজই হলো মানুষ পোড়ানো আর নির্বাচন বানচাল করা।’ এর আগে পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।
Post Views:
63