Home আন্তর্জাতিক পোষা কুকুরের কামড়ে অণ্ডকোষ হারালেন ব্রিটিশ যুবক

পোষা কুকুরের কামড়ে অণ্ডকোষ হারালেন ব্রিটিশ যুবক

দখিনের সময় ডেস্ক:
নিজের পোষা কুকুরের কামড়ে অণ্ডকোষ হারিয়েছেন যুক্তরাজ্যের এক যুবক। ব্রিটেনের দৈনিক মেট্রোর এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। ঘটনাটি ঘটেছিল অবশ্য দু’মাস আগে, অক্টোবরে; ইংল্যান্ডের ডার্বিশায়ার জেলার চেস্টারফিল্ড শহরে। কিন্তু এতদিন পর্যন্ত ওই যুবক, তার স্ত্রী, বন্ধু-স্বজন ঘটনাটি প্রকাশ করেননি। এখনও ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম প্রকাশ করেনি মেট্রো। তবে তার স্ত্রীর নাম জানানো হয়েছে প্রতিবেদনে। ওই নারীর নাম লিনসে কেলি। তার জবানিতেই উঠে এসেছে ভয়াবহ সেই ঘটনার বিবরণ। লিনসে বলেন, ঘটনার দিন সকালের দিকে বাড়ির লনে পোষা কুকুর এনভি’র সঙ্গে খেলছিলেন ওই যুবক। হঠাৎ লিনসে দেখতে পান তার স্বামী লনে শুয়ে পড়ে আর্তনাদ করছেন এবং শরীর মোচড়াচ্ছেন। এ সময় ওই যুবকের একটি হাত কামড়ে ধরে রেখেছিল কুকুরটি।
স্বামীকে বাঁচাতে লিনসে ছুটে এলে এনভি তাকেও আক্রমণ করে। পরে কোনোভাবে তিনি কুকুরটিকে একটি ঘরে বন্দি করে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার প্রকৃত অবস্থা জানান এবং তাৎক্ষণিকভাবে সার্জারি করেন। মেট্রোকে লেনসি বলেন, তার স্বামীর জননাঙ্গে মোট ৮টি সেলাই এবং বাহুতে মোট ৩২টি সেলাই লেগেছে।
এনভির কামড়ে আহত হয়েছিলেন লেনসিও। সেই আঘাতে সংক্রমণও শুরু হয়েছিল বলে তিনি জানিয়েছেন মেট্রোকে। এনভি ছিল আমেরিকান এক্সএল বুলিডগ জাতের কুকুর। এ ধরনের কুকুরগুলোর আকার-আকৃতি হয় বিশাল এবং এ জাতের কুকুরগুলো স্বভাবে খুবই হিংস্র হয়। ওই ঘটনার অল্প সময়ের মধ্যেই এনভিকে মেরে ফেলা হয়েছে। এ ছাড়া সম্প্রতি এ জাতের কুকুরের উৎপাদন, বিপনন এবং পালন নিষিদ্ধ করে আইনও পাস করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments