Home শীর্ষ খবর পুলিশের জমি বিক্রি করেদিয়েছে আন্ডা রফিক

পুলিশের জমি বিক্রি করেদিয়েছে আন্ডা রফিক

দখিনের সময় ডেস্ক:
ঢাকার অদূরে রূপগঞ্জে জালিয়াতির মাধ্যমে একই জমি দুই পক্ষের কাছে বিক্রি করেছে একটি সংঘবদ্ধ চক্র। ৫ শতাধিক কাঠা জমি নিয়ে করা হয়েছে এ প্রতারণা। অভিযোগের তীর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিশ্বস্ত সহচর রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক এবং তার দুই ছেলের দিকে।
অভিযোগ রয়েছে, রূপগঞ্জের বিভিন্ন মৌজার মূল্যবান ৫০৩ দশমিক ২৭৪ কাঠা বা ৮ দশমিক ৩৯ একর জমি প্রথমে বিক্রি করা হয় বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে। এ তথ্য গোপন রেখে কৌশলে একই জমি দ্বিতীয় দফায় বিক্রি করা হয় একটি আবাসন কোম্পানির কাছে। এভাবে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। জানা যায়, রফিকুল ইসলাম রফিক রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এলাকায় সাধারণ মানুষের জমি জবরদখল, নির্যাতন, গুম-খুনের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই রূপগঞ্জে জমি জালিয়াতির জাল বুনেছেন তিনি। একই জমি দুই বার বিক্রির ঘটনায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে রফিক এবং তার দুই ছেলে কাউসার আহমেদ অপু ও মেহেদী হাসান দীপুর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। মামলার তদন্ত করছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সূত্র বলছে, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ছত্রছায়ায় থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন রফিকুল ইসলাম। এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী। এর আগে সরকারি আরেকটি সংস্থার কাছে জমি বিক্রির পর সেই জমি ব্যাংকের কাছে বন্ধক দিয়েছিলেন রফিক। পাশাপাশি একইভাবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিক্রীত জমিও লিজ দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে ভয়ংকর প্রতারণা করেছিল পিতা-পুত্রের সংঘবদ্ধ চক্রটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments