Home অন্যান্য নির্বাচিত খবর ৭ জানুয়ারি নির্বাচনে হানাহানি-খুনাখুনি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: রিজভী

৭ জানুয়ারি নির্বাচনে হানাহানি-খুনাখুনি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: রিজভী

দখিনের সময় ডেস্ক:

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ক্ষমতাসীনদের মাঝে হানাহানি-খুনাখুনি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এক কোম্পানির চার প্রােডাক্ট, নৌকা-লাঙল-ঈগল-ট্রাক।

আজ বুধবার( ৩ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, দেশ-বিদেশের গণতন্ত্রকামী শক্তিকে ধোঁকা দেওয়ার জন্য ডামি নির্বাচনে স্বতঃউচ্ছ্বসিত আনন্দ নেই। এক কোম্পানির চার প্রডাক্ট-নৌকা-লাঙল-ঈগল-ট্রাকের এই নির্বাচনী তামাশা গণপ্রত্যাখ্যাত হওয়ার পর আওয়ামী লীগ এবং তাদের দোসর অপশক্তি একদিকে আবোল তাবোল বকতে শুরু করেছে, অপরদিকে দেশজুড়ে নির্বাচনে ‘কে আসল আর কে ডামি’ এসব নিয়ে প্রার্থী-সমর্থকদের মধ্যে সারা দেশে কামড়াকামড়ি, সন্ত্রাস-সংঘর্ষ-হানাহানি-খুনাখুনি চলছে সমানে। আওয়ামী অপশক্তি নিজেরা নিজেদের পাতা ফাঁদে আটকে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপিকে নিষিদ্ধ করার হুংকার দিচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর আশঙ্ক, ভাগ-বাটোয়ারার নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হানাহানি-খুনাখুনি শেষ পর্যন্ত মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফলে পরিস্থিতি সামাল দিতে গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।তিনি বলেন, ওবায়দুল কাদেরের আগাম কথায় আরও আশঙ্কা বেড়েছে। আওয়ামী লীগের গুপ্ত বাহিনী নিজেরাই নিজেদের ‘নৌকা-লাঙল-পাগল-ট্রাক-ঈগল’ প্রার্থীদের হত্যা বা গুপ্তহত্যার পথও বেছে নিতে পারে। সুতরাং জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সম্ভব হলে আওয়ামী অপকর্মের সাক্ষ্য-প্রমাণ রেকর্ড করে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিতঅটোরিকশার চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার...

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

Recent Comments