Home বরিশাল উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে: জাহিদ ফারুক

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে: জাহিদ ফারুক

কাজী হাফিজ:
বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, ৭  জানুয়ারি নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ আগে গরীব দেশ ছিলো। এখন উন্নয়নশীল দেশ। এখানে নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে।বাংলাদেশ অনেক দেশের চেয়ে উন্নত হয়েছে। অনেক দেশের প্রধানরা জানতে চেয়েছেন বাংলাদেশ কীভাবে এতো স্বয়ংসম্পূর্ণ হলো। প্রধানমন্ত্রী বলেছেন আমার দেশের জনগণের দুটি হাতের পরিশ্রম এই উন্নতি করিয়েছে। আর এই উন্নয়ন অব্যহত রাখতে চাইলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বুধবার (০৩ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগে বরিশাল সদর আসনে তেমন কোন উন্নয়ন হয়নি। গত ৫ বছরে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। চরকাউয়ায় বহু রাস্তা করেছি। মসজিদ করেছি, ব্রিজ করেছি। নলচরে বিদ্যুৎ নিয়েছি। চরবাড়িয়া এলাকায় স্থায়ী বাঁধ দিয়েছি। সেখানে এখন পর্যটকরা যাচ্ছে। একই প্রকল্প চরকাউয়া, লামচরি ও জাগুয়ায় করা হবে। চরকাউয়া, সদর উপজেলার আরো উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিয়ে জয়লাভ করাতে হবে।
এদিন তিনি সকাল সাড়ে ৯ টায় বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গণসংযোগ করেন। দুপুর ১২ টায় চাঁদমারী এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যা ৬ টায় কাশিপুর বাজারে ২৮ ও ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাত ৮ টায় সদর রোডস্থ নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে হকার্সলীগ বরিশাল মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, শ্রমীকলীগের জেলা সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুর রহমান মধু, কাউন্সিলর জয়নাল আবেদীনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, এদিন নৌকার পক্ষে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে ও চন্দ্রমোহন ইউনিয়নে উঠান বৈঠক করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সহধর্মিনী লুনা আব্দুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments