Home শীর্ষ খবর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম অফিস আজ, অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম অফিস আজ, অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা

দখিনের সময় ডেস্ক:
সরকার গঠনের পর রোববার (১৪ জানুয়ারি) থেকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ সকাল থেকে তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে বসবেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে সব রকমের প্রস্তুতি শেষ করেছে স্ব স্ব মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে।
মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। এরপর সম্মেলন কক্ষে হবে পরিচিতি সভা। ‍উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়। এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।
মন্ত্রিপরিষদের তালিকা :
১. আ ক ম মোজাম্মেল হক – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
২. ওবায়দুল কাদের – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
৩. আবুল হাসান মাহমুদ আলী – অর্থ মন্ত্রণালয়।
৪. আনিসুল হক – আইন মন্ত্রণালয়।
৫. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন – শিল্প মন্ত্রণালয়।
৬. আসাদুজ্জামান খান – স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৭. মো. তাজুল ইসলাম – স্থানীয় সরকার মন্ত্রণালয়।
৮. মুহাম্মদ ফারুক খান – বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
৯. মোহাম্মদ হাছান মাহমুদ – পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০. দীপু মনি – সমাজকল্যাণ মন্ত্রণালয়।
১১. সাধন চন্দ্র মজুমদার – খাদ্য মন্ত্রণালয়।
১২. আবদুস সালাম – পরিকল্পনা মন্ত্রণালয়।
১৩. মো. ফরিদুল হক খান – ধর্ম মন্ত্রণালয়।
১৪. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
১৫. নারায়ণ চন্দ্র চন্দ – ভূমি মন্ত্রণালয়।
১৬. জাহাঙ্গীর কবির নানক – বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
১৭. মো. আবদুর রহমান – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
১৮. মো. আবদুস শহীদ – কৃষি মন্ত্রণালয়।
১৯. ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) – বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
২০. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) – স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
২১. মো. জিল্লুল হাকিম – রেলপথ মন্ত্রণালয়।
২২. ফরহাদ হোসেন – জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৩. নাজমুল হাসান – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
২৪. সাবের হোসেন চৌধুরী – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।
২৫. মহিবুল হাসান চৌধুরী – শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১১ প্রতিমন্ত্রী

১. নসরুল হামিদ – বিদ্যুৎ বিভাগ।
২. খালিদ মাহমুদ চৌধুরী – নৌপরিবহন মন্ত্রণালয়।
৩. জুনাইদ আহমেদ – ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
৪. জাহিদ ফারুক – পানিসম্পদ মন্ত্রণালয়।
৫. সিমিন হোসেন রিমি – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৬. কুজেন্দ্র লাল ত্রিপুরা – পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
৭. মহিববুর রহমান – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
৮. মোহাম্মদ আলী আরাফাত – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৯. শফিকুর রহমান চৌধুরী – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
১০. রুমানা আলী – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১১.আহসানুল ইসলাম – বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক: বরিশালের আধুনিক সাংবাদিকতার পথিকৃত ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে...

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

Recent Comments