Home নির্বাচিত খবর গাজীপুরে জামাই মেলায় মাছ কেনার প্রতিযোগিতা, একটি পাখি মাছেন দাম ১ লাখ...

গাজীপুরে জামাই মেলায় মাছ কেনার প্রতিযোগিতা, একটি পাখি মাছেন দাম ১ লাখ ২৭ হাজার টাকা

দখিনের সময় ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে শুরু হয়েছে জামাই মেলা। মেলায় চলে জামাই-শ্বশুরের মধ্যে বড় মাছ কেনার প্রতিযোগিতা। নতুন বা পুরোনো জামাইরা বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বড় মাছ কিনে জামাইকে আপ্যায়ন করবে—এটাই এ মেলার মূল বৈশিষ্ট্য। পাশাপাশি শ্বশুর বাড়িতে চলে জামাইয়ের মাছ ঘিরে নানা আয়োজন। এছাড়া মেলা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার।
প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন এ মেলা বসে। দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ। জেলার বিভিন্ন গ্রামের জামাই শ্বশুর এ মেলার মূল ক্রেতা। কক্সবাজার থেকে মেলায় আসা মাছ ব্যবসায়ী শেখ সোহাগ ইসলাম ৫৫ কেজি ওজনের একটি পাখি মাছ ১ লাখ ২৭ হাজার টাকা দাম হাঁকেন।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া, মোক্তারপুর ও জামালপুর ইউনিয়নের ত্রি-মোহনার বিনিরাইল গ্রামের বিরাট এলাকাজুড়ে মাছের পসরা সাজিয়ে মেলা বসিয়েছেন অস্থায়ী প্রায় ২ হাজার দোকানিরা। দুই হাজারেরও বেশি স্টলে দেশের বিভিন্ন জায়গার মাছ বিক্রেতারা এখানে মাছ বিক্রির জন্য ছুটে এসেছেন। তারা নানা অঙ্গভঙ্গি করে সুরে সুরে ডেকে ক্রেতা জামাইদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ কেউ বড় আকৃতির মাছ তুলে ধরে ক্রেতাদের ডাকছেন।
কেবল উপজেলার লোকই নয়, আনন্দের এ মেলা উপভোগ করতে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকেও ছুটে এসেছে অনেকে। এবারের মেলায় প্রায় দুই শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি প্রজাতির মাছ নিয়ে এসেছেন। মাছের মধ্যে রয়েছে সামুদ্রিক চিতল, বাঘাইড়, আইড়, বোয়াল, কালিবাউশ, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, কাইক্কা, রূপচাঁদাসহ নানা জাতের দেশি ও সামুদ্রিক মাছ।
এ মেলা প্রথম অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে। অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবের আয়োজন করা হতো। প্রায় ২৫৫ বছর যাবত আয়োজন হয়ে আসছে মেলা। সময়ের সঙ্গে সঙ্গে এ মেলা একটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তারা জানান, মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এ মেলা গাজীপুর জেলার সবচেয়ে বড় মাছের মেলা হিসেবে স্বীকৃত। মেলাটি এ অঞ্চলের ঐতিহ্যের ধারক। মেলায় বেচাকেনা যতই হোক, আমাদের ঐতিহ্য আর কৃষ্টি-কালচারকে বহন করছে; এটাই সবচেয়ে বড় কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মামুনুল হকের নামে ৪১টি মামলা, ধর্ষণ মামলা বেশি আলোচিত

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের কওমী মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক কারামুক্তির পর নেতাকর্মী ও অনুসারীরা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব...

জামিনে কারাগামুক্ত হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার (৩ মে)  কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়...

আশ্চর্যজনক ছাগল, বিড়ালের মতো ঘরে পোষা যায়

দখিনের সময় ডেস্ক: পরিণত বয়সী ছাগলের উচ্চতা মাত্র ১ ফুট। এগুলো দেশি-বিদেশি অন্যান্য জাতের ছাগলের মতো নয়। এ জাতের ছাগলগুলো মানুষের সঙ্গে খুবই বন্ধুত্বসুলভ আচরণ...

রাজনীতিতে পথহারা বিএনপি

বিএনপি নিয়ে ক্ষমতাসীনদের খিস্তিখেউড় প্রতিনিয়ত চলে বিভিন্ন অনুষ্ঠানে। একটা নাটক আছে না, চলিতেছে সার্কাস। সরকারের অন্তত দুজন মন্ত্রী বিএনপি নিয়ে আল্লাহর ত্রিশ দিন কথা...

Recent Comments