Home বরিশাল বরিশাল নগরীতে রাতের আঁধারে ভরাট হচ্ছে পুকুর, অভিযোগ আমলে নেয় না পরিবেশ...

বরিশাল নগরীতে রাতের আঁধারে ভরাট হচ্ছে পুকুর, অভিযোগ আমলে নেয় না পরিবেশ অধিদপ্তর

কাজী হাফিজ:

বরিশাল নগরীতে রাতের আঁধারে ভরে ফেলা হচ্ছে পুকুর। কিন্তু সকলে আছে ছোখ বন্ধ করে। সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগেই জলাধার সংরক্ষণ আইন অমান্য করা হচ্ছে প্রকাশ্যে। যা পরিবেশ আইন ২০০০ ও সংশোধিত ২০০৫ এর সরাসরি লঙ্ঘন। এতে স্থানীয় ও পরিবেশবাদীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পরিবেশ অধিদপ্তর।

সরকারি ৩৩ শতাংশ জমির ওপর থাকা নার্সিং কোয়ার্টারের পুকুরটি রাতের আঁধারে বালু ফেলে ভরাট করা হচ্ছে। মৌজা ম্যাপ, দলিলে পুকুর উল্লেখ থাকলেও তা মানছেন না ভরাটকারী প্রতিষ্ঠান। বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের হাসপাতাল রোডে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং একই অধিদপ্তরের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টার (নিপোর্ট) পুকুর ভরাটের কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেয়াল ভেঙে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মাঝরাতে ট্রাকে করে বালু এনে পেছনের পুকুরটি ভরাট শুরু করা হয়। একরাতেই পুকুরের অধিকাংশ স্থান ভরাট করে ফেলা হয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগ ও স্থানীয় ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া আলেকান্দা মৌজায় ১৬১১ খতিয়ানে ও ২৪৫৪ দাগে ৩৩ শতাংশ জমিটি পুকুর হিসেবে উল্লেখিত। কিন্তু পরিবার পরিকল্পনা বিভাগের স্থানীয় কর্মকর্তারা জমিটির শ্রেণি পরিবর্তন করে পুকুরটি নিচু জমি দেখিয়ে সেখানে ভরাট করে পাঁচতলা ভবন নির্মাণের প্রকল্প পাস করিয়েছেন। আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট বরিশালের অফিস প্রধান শওকত আলী বলেন, জমিটি একবছর আগেও আমাদেরই ছিল। পরে সমাঝোতা ভিত্তিতে গতবছর পরিবার পরিকল্পনা বিভাগকে দেওয়া হয়েছে। জমিটি দেওয়ার সময়ে আমরা এটি পুকুর হিসেবে উল্লেখ করেছিলাম।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এএইচ রাশেদ জানান, এটি জেলা কার্যালয়ের দেখার কথা। জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামাল মেহেদী জানান, আমরা অভিযোগ পেয়ে অফিসের স্টাফ রফিক মিয়াকে সরেজমিনে পাঠিয়েছি ও কাজ করতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments