Home মতামত অন্ধকারে চলাই বিএনপির  ইনবিল্ড প্রবণতা

অন্ধকারে চলাই বিএনপির  ইনবিল্ড প্রবণতা

সংশয়-সংকট উপেক্ষা করে ৭ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠান, এমপি ও মন্ত্রিসভার শপথ গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক ঘটনা। এরপর আওয়ামী লীগ সরকার আছে ফুরফুরা মেজাজে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর গলায় বলছেন, ‘ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে বিএনপি।’ নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের নিশ্চিত খবর আছে। আবার এটি রাজনৈতিক কৌশলগত উচ্চারণও হতে পারে। সঙ্গে এ বক্তব্যের মধ্যে অন্যরকম বাস্তবতাও আছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘অন্ধকার গলি খুঁজছে।’ কিন্তু খুঁজলেই যে পাওয়া যাবে তার কি কোনো নিশ্চয়তা আছে? দলটি কি এতদিন অন্ধকার গলি খোঁজেনি? নিশ্চয়ই খুঁজেছে। রাজনীতিতে অন্ধকার গলি খোঁজা নতুন কোনো ঘটনা নয়। আর বিএনপি ঘরানার দলগুলোর জন্য তো অন্ধকারে চলাই মূল প্রবণতা, মূল ধারা। এর সঙ্গে আরেকটি বাস্তবতা আছে। ২০০৮ সালের নির্বাচনী ফলাফল এবং ধারাবাহিকভাবে তিনটি জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কয়েকটি স্থানীয় নির্বাচন বর্জনের পর নির্বাচনী রাজনীতিতে ভরসা করা বিএনপির জন্য খুবই কঠিন হয়ে গেছে। এমনটাই মনে করেন অনেকেই।
এ প্রসঙ্গে বিবেচনায় রাখা প্রয়োজন, নির্বাচনে জনসমর্থন নিজের পক্ষে নিয়ে তা ভোটে রূপান্তরিত করা বেশ কৌশলের বিষয়। এটি বিষয় চর্চারও। কিন্তু এখন পর্যন্ত প্রায় ১৬ বছরের নির্বাচনী অনাভ্যাসে বিষয়টি বিএনপির জন্য বড় রকমের জটিল হয়ে দাঁড়িয়েছে বলে অনেকেরই ধারণা। অবশ্য এ অনাভ্যাসের বিষয়টি দলকে কতটা গ্রাস করেছে, তা পরীক্ষা করার জন্য অতি নিকটে উপজেলা নির্বাচন পরীক্ষা ক্ষেত্র হিসেবে গ্রহণ করার সুযোগ রয়েছে। আবার এ পরীক্ষায় অবতীর্ণ হলেও ক্ষমতায় যাওয়ার সংসদ নির্বাচনের জন্য বিএনপিকে অন্তত আরও পাঁচ বছর পথ চেয়ে থাকতে হবে। আর এ পাঁচ বছরে বিএনপি কী করবে এবং সরকারের বিরুদ্ধে কতটাই-বা কী করতে পারবে; গত ১৬ বছরেই-বা কী করতে পেরেছে। এসব নিয়ে দলের ভেতর যেমন প্রশ্ন উঠেছে, তেমনই আন্দোলন নিয়েও নানা প্রশ্ন জোরালো হয়েছে তৃণমূলে।
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ১৮ জানুয়ারি ২০২৪। শিরোনাম,  এখন কী করবে বিএনপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments