Home বরিশাল বরিশালে আওয়ামীপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়, বিএনপিপন্থী মাত্র ‍একটি

বরিশালে আওয়ামীপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়, বিএনপিপন্থী মাত্র ‍একটি

দখিনের সময় ডেস্ক:
বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যসহ কার্যকরী পরিষদের ১১টি পদের ১০টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি সদস্য পদে জয়লাভ করেছে।
নির্বাচনের ফলাফলে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন ৩৩৮ ভোট। সহ-সভাপতি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম ফোরামের প্রার্থী অসিম কুমার বাড়ৈ ৩৪৬ ও মো. তরিকুল ইসলাম ২৫১ ভোট পেয়েছেন।
সম্পাদক পদে খান মো. মোর্সেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা মো. রিয়াজ হোসেন ৩৮১ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মো. মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে প্রতিপক্ষ মো. ফরিদ উদ্দিনকে (২৯৭) পরাজিত করেন। যুগ্ম সম্পাদকের দুটি পদও আওয়ামী আইনজীবীদের ঘরেই রয়েছে। বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- ইমতিয়াজ আহমেদ ও প্রদীপ কুমার রায় উজ্জ্বল। তারা পেয়েছেন ৫০৩ এবং ৪৬৯ ভোট। প্রতিপক্ষ ফোরামের মো. মনির হোসেন ২৮১ ভোট ও মো. রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
চারটি নির্বাহী সদস্য পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়লাভ করেছে। মো. মিলন ভূঁইয়া সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে জয়লাভ করেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. মাইনুল ইসলাম সজল ৪৩৮ (দ্বিতীয়), মো. সোহেল রানা শান্ত ৪৩৩ (তৃতীয়) এবং নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট (চতুর্থ) পেয়ে নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলীর ১ কোটি ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ

দখিনের সময় ডেস্ক: গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম ও তার পরিবারের নামে ১ কোটি ১৮ লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ করা হয়েছে। তিনি...

ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের

দখিনের সময় ডেস্ক: গাজায় ইসরাইলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর। তিনি...

রিকশাচালকদের ছাতা, স্যালাইন ও পানির কন্টেইনার দিলেন মেয়র আতিক

দখিনের সময় ডেস্ক: তীব্র দাবদাহে রিকশা চালকদের পাশে দাঁড়াতে বিনামূল্যে ছাতা বিতরণ করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি আজ রবিবার বেলা...

‘গরমে’ অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

দখিনের সময় ডেস্ক: যশোরে অসুস্থ হয়ে আহসান হাবীব নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা দাবি...

Recent Comments