Home লাইফস্টাইল ঘুম আসে না? জেনে নিন ঘরোয়া সমাধান

ঘুম আসে না? জেনে নিন ঘরোয়া সমাধান

দখিনের সময় ডেস্ক:
ঘুমের সময় ঘুম চলে আসে এমন সৌভাগ্যবান মানুষ কমই আছেন। এখন অনেক মানুষই ভুগছেন ঘুম না আসার সমস্যায়। অনেক সময় দেখা যায় রাতে অনেক চেষ্টা করেও ঘুম আসে না। রাতের অর্ধেকটা কাটে বিছানায় এপাশ-ওপাশ করে। আবার রাতের পর রাত এভাবে নির্ঘুম থাকলে একটা সময় শরীর অসুস্থ হতে শুরু করবে। যার প্রভাব পড়বে আপনার প্রতিদিনের কাজেও। তাই এই সমস্যার সমাধান জানা জরুরি। চলুন, জেনে নেওয়া যাক ঘুম না এলে সেই সমস্যা দূর করার ঘরোয়া উপায়-
১. পানি পান করুন: রাতে ঘুম না এলে খেয়াল করে দেখুন, আপনার শরীরে ডিহাইড্রেশন হচ্ছে না তো? বিশেষজ্ঞরা বলছেন, ঘুম না আসার একটি বড় কারণ হতে পারে শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। তাই ঘুমের সমস্যা দূর করার জন্য আপনাকে পান করতে হবে পর্যাপ্ত পানি। সেইসঙ্গে মেনে চলতে হবে পানি পানের সঠিক নিয়মও। নিয়মিত পানি পান করলে ডিহাইড্রেশন হবে না। এতে ঘুম আসবে ভালোভাবেই। দিনে কতটুকু পানি পান করবেন? প্রাপ্তবয়স্ক দিকে দিনে আট-দশ গ্লাস পানি পান করাই যথেষ্ট।
২. প্রতিদিন গোসল করুন: প্রতিদিন গোসল করলে শরীরের ক্লান্তি দূর হয়। শরীর সতেজ ও ঠান্ডা হয়। এতে আপনি বেশ শান্তিও অনুভব করবেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন গোসল করলে তা মানসিক চাপ দূর করতে সাহায্য করে। ফলে ঘুম ভালো হয়। তাই ঘুম না এলে গোসলের রুটিনের দিকে খেয়াল করুন। মানসিক চাপ কমাতে গোসলের পানিতে পছন্দের কোনো এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন।
৩. শারীরিক পরিশ্রম করুন: আপনার অলস জীবনধারা আপনার ঘুমের রুটিনে ব্যাঘ্যাত ঘটাতে পারে। তাই সচল থাকার চেষ্টা করুন। সারাক্ষণ শুয়ে-বসে থাকবেন না। কারণ বিশেষজ্ঞদের মতে, শারীরিক পরিশ্রম সঠিকভাবে ঘুম আনতে সাহায্য করে। সেজন্য আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে। সেইসঙ্গে হাঁটাহাঁটি ও শারীরিক পরিশ্রমও করুন। এতে ক্লান্তি অনুভব হবে এবং ঘুম চলে আসে।
৪. ফোনের স্ক্রিন থেকে দূরে থাকুন: দিন ও রাতে যতটা সম্ভব ফোনের স্ক্রিন থেকে দূরে থাকুন। কারণ আপনি যদি স্ক্রিনের সামনে বেশি সময় কাটান, তখন তা ঘুমের ওপর প্রভাব ফেলবে। মোবাইলের নীলচে আলো ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাই প্রয়োজন ছাড়া ফোন হাতে নেবেন না। ঘুমের অন্তত দুই ঘণ্টা আগেই ফোন দূরে সরিয়ে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments