Home লাইফস্টাইল স্ত্রীর প্রতি দায়িত্বশীল হতে চান? এই কাজগুলো করুন

স্ত্রীর প্রতি দায়িত্বশীল হতে চান? এই কাজগুলো করুন

দখিনের সময় ডেস্ক:
নারীর মন কী চায়? অধিকাংশ পুরুষের অভিযোগ থাকে যে, স্ত্রীর মন তারা বুঝতে পারে না। কোনো মানুষই আসলে অন্যের মন পুরোপুরি বুঝতে পারে না। তাই একতরফা স্ত্রীদের দোষ দিয়ে লাভ নেই। আপনার মনের সব খবরও কি আপনার স্ত্রী জানেন? তাই এত হিসাব-নিকাশ বাদ দিয়ে আসতে হবে সহজ পথে। এমনকিছু সহজ কাজ করতে হবে যেগুলো আপনাকে তার প্রতি দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করে। তাহলেই দেখবেন জীবন আরও সুন্দর হয়ে উঠবে। কী সেই কাজ? চলুন জেনে নেওয়া যাক-
১. তার পাশে থাকুন: অনেক সময় নারী তার সম্পর্কের ক্ষেত্রে নিরাপদ বোধ নাও করতে পারেন যদি তার সঙ্গী পারিবারিক দ্বন্দ্ব বা কঠিন সময়ে তার পাশে না দাঁড়ায়। আপনার সঙ্গীর পাশে দাঁড়ানোর অর্থ হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়েও অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকা। তাই তার পাশে থাকুন।
২. তার প্রতি স্নেহশীল হোন: উষ্ণ আলিঙ্গন বা কপালে মৃদু চুম্বন, শারীরিক এসব ছোট ছোট স্পর্শ আপনার স্ত্রীকে সম্পর্কের ভেতরের ভালোবাসা বোধ করতে সাহায্য করবে। আরও স্নেহপূর্ণ এবং যত্নশীল হোন। এতে আপনার স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আরও আশ্বস্ত বোধ করবেন।
৩. কোয়ালিটি টাইম কাটান: রোমান্টিক গেটওয়ে এবং ডেট নাইট আপনাদেরকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে। কোয়ালিটি টাইম কাটালে তা আপনার স্ত্রীকে আরও বেশি খুশি করবে। তিনি সম্পর্কের ক্ষেত্রে নিরাপদ বোধ করবেন। এটি প্রমাণ করবে যে, আপনি তার সঙ্গ উপভোগ করেন এবং তার আশেপাশে থাকতে পছন্দ করেন। ইতিবাচক কথোপকথন সম্পর্ককে দৃঢ় করে।
৪. উৎসাহ ও অনুপ্রেরণা দিন: আপনার কাছ থেকে ক্রমাগত অনুপ্রেরণা এবং উৎসাহ অনেক সমস্যার সমাধান করতে পারে। উৎসাহ মানসিক সমর্থন দেয় এবং গভীর ঘনিষ্ঠতা তৈরি করে। আপনি যে তার প্রতিভায় বিশ্বাস করেন, এটি তারই প্রমাণ। তাই তাকে উৎসাহ দিন, অনুপ্রেরণা দিন। তার কাজগুলো সহজ হবে।
৫. সহজ হোন: সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব সহজ থাকুন। আপনি যেমন করে সাজাবেন, জীবন তেমনই। তাই অযথা জটিলতা টেনে আনবেন না বা তৈরি করবেন না। আপনার এই সহজ থাকার অভ্যাস সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাসের বোধ তৈরি করবে। নিজের পাশাপাশি তার দৃষ্টিকোণ থেকেও যেকোনো বিষয় বোঝার চেষ্টা করা করুন। এতে দু’জনের মধ্যে বোঝাপড়া আরও সহজ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

দখিনের সময় ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন। আপনি ফ্রিতে তো গুগল ব্যবহার করেন কিন্তু জানেন...

অ্যাপলের নতুন আইপ্যাড, ম্যাজিক কি-বোর্ড ও পেনসিল প্রো, দাম কত?

দখিনের সময় ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীরা অ্যাপল ইভেন্টের দিকে তাকিয়ে থাকেন। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ‘লেট লুজ’ ইভেন্টে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে। এর...

নতুন যে চমক নিয়ে আসছে ইনস্টাগ্রাম 

দখিনের সময় ডেস্ক: বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের বাইরে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে ইনস্টাগ্রাম। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি তারা...

উৎসবমুখর বেসিস নির্বাচনে বিজয়ী হলেন যারা

দখিনের সময় ডেস্ক: আনন্দমুখর এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী...

Recent Comments