তথ্য কমিশন বাংলাদেশ এর কর্মকর্তা-কর্মচারিদের তথ্য কমিশন বাংলাদেশ এর সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ আজ ১৮ ফেব্রুয়ারি প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য কমিশন বাংলাদেশ এর ২৫ জন কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান তথ্য কমিশনার দাপ্তরিক কার্যসম্পাদনে শুদ্ধাচার চর্চা, পরিষ্কার-পরিছন্নতা, অফিস সরঞ্জামাদি ও যানবাহন রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়ে কর্মকর্তা-কর্মচারিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়া তিনি ভদ্র, মার্জিত ও রুচিসম্মত আচরণ করতে এবং দায়িত্বের সাথে দাপ্তরিক কার্যসম্পাদন করতে সকলের প্রতি আহবান জানান।
তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক কর্মকর্তা-কর্মচারিদের দাপ্তরিক শিষ্টাচার, আদালত ও বিভিন্ন সভায় দাপ্তরিক সার্ভিস প্রদান, অফিসের গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধকল্পে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তথ্য কমিশনার মাসুদা ভাট্টি দাপ্তরিক কার্যসম্পাদন এবং সার্ভিস প্রদান, পরিষ্কার-পরিছন্নতা, অফিস পরিবেশ উন্নয়ন এবং অফিস নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কমিশন সচিব জুবাইদা নাসরীন দাপ্তরিক নিয়ম কানুন, দাপ্তরিক পোশাক পরিচ্ছদ এবং শৃঙ্খলাবোধ বিষয়ে কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণ প্রদান করেন।