Home Uncategorized পটুয়াখালীর সড়কে মেয়রের বিলাসী আলোকসজ্জা, বিদ্যুৎ বিল বকেয়া ১০ কোটি টাকা

পটুয়াখালীর সড়কে মেয়রের বিলাসী আলোকসজ্জা, বিদ্যুৎ বিল বকেয়া ১০ কোটি টাকা

পটুয়াখালীর সড়কে মেয়রের বিলাসী আলোকসজ্জা, বিদ্যুৎ বিল বকেয়া ১০ কোটি টাকা
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালী পৌরভবন, কমিউনিটি হল, পানির পাম্প ও পৌর এলাকার রাস্তাসহ প্রায় ৩২টি হিসাবের বিপরীতে পৌরসভা এ বিদ্যুৎ ব্যবহার করছে। গত সাড়ে চার বছর ধরে পটুয়াখালী পৌরসভায় বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় ১০ কোটি টাকা। এর আগে বিভিন্ন মাসে পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল দিলেও বেশিরভাগ মাসেই বিদ্যুৎ বিল পরিশোধ করছে না।
প্রায় দশ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পরিশোধ করছে না পটুয়াখালী পৌর কর্তৃপক্ষ। যদিও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) থেকে জানানো হয়েছে প্রতি মাসে পৌরসভায় চিঠি পাঠালেও পুরো টাকা পরিশোধের উদ্যোগ নেয়নি মেয়র মহিউদ্দিন আহমেদ।
বিদ্যুৎ বিলের বকেয়া টাকা পরিশোধ না করেই শহরের বিভিন্ন এলাকায় সড়ক বাতি জ্বালিয়ে রাখছে পৌর কর্তৃপক্ষ। শুধু সড়ক বাতি নয় সার্কিট হাউজ থেকে কলাতলা পানির ট্যাংকি পর্যন্ত ফোর লেনের সড়কটিকে রঙ-বেরঙের বাতি জ্বালিয়ে আলোকসজ্জার কাজ করা হয়েছে। এমন দৃশ্য দেখে সমালোচনার সৃষ্টি করেছে বাসিন্দাদের মনে।

পটুয়াখালী পৌর ভবন

পটুয়াখালী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ মহিম জানান, বেশ কয়েক বছর ধরেই পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যা এখন প্রায় ১০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে। এ নিয়ে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদকে বারবার জানানো হয়েছে। তবে ২০২৩ সালের জুন থেকে মাসের বিল মাসে দিলেও, এখনও বিপুল অঙ্কের টাকা বকেয়া রয়েছে। তিনি আরও বলেন, গত ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সভায় পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে সভায় উপস্থাপন করা হলে বিষয়টি জেনে জেলা প্রশাসক মহোদয়ও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বর্তমানে পৌরসভা নির্বাচন চলমান থাকায় বিষয়টি নির্বাচনের পর দেখার ব্যাপারে আলোচনা হয়। নির্বাচনের পর যদি পৌর কর্তৃপক্ষ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করে তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়।
পৌরসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন মজুমদার বলেন, ‘এটি যেহেতু বড় বিষয় সেহেতু মেয়র মহোদয়ের সঙ্গে আলাপ করলে ভালো হয়।’ তবে এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments