Home শীর্ষ খবর ভেঙ্গে পড়েছে শের-ই-বাংলা হাসপাতালের প্রশাসন, চিকিৎসা চলে মোবাইলের আলোতে!

ভেঙ্গে পড়েছে শের-ই-বাংলা হাসপাতালের প্রশাসন, চিকিৎসা চলে মোবাইলের আলোতে!

আলম রায়হান:
অপচিকিৎসা এবং সাংবাদিক প্যাদানোসহ নানান নেতিবাচক ঘটনার খবরে প্রায়ই আলোচনায় আসছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত এ হাসপাতালে নামমাত্র যে চিকিৎসা চলে তার প্রায় পুরো ব্যয়ভারই বহন করতে হয় রোগীকে। এক্সরেসহ নানান পরীক্ষা করাতে হয় বাহির থেকে। হাসপাতালে কোন অসুধ মেলে না। শুধু তাই নয়, বিভিন্ন ওয়ার্ডে ফ্যান ঘোরে না, বাতি জ্বলে না। ফলে ইনজেকশনও পুশ করতে হয় মোবাইল সেটের আলো জ্বেলে!
সংশ্লিষ্ট সূত্র বলছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। পাশাপাশি জেঁকে বসেছে নানান অনিয়ম-দুর্নীতি। একাধিক কর্মচারী গ্রুপ এবং বহিরাগত বিভিন্ন চক্র এই হাসপাতালটি নিয়ন্ত্রণ করেন। ডাক্তার-কর্মচারী-নার্সরা চলেন নিজেদের খেয়ালখুশি মতো। বিছানায় রুগি পড়ে থাকে, কিন্তু ডাক্তার-নার্সের দেখা মেলে না। এমনকি দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা দেবারও কেউ থাকে না প্রায়ই।

শের-ই-বাংলা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ফ্যান ঘোরে না, বাতি জ্বলে না। ইনজেকশন পুশ করতে হয় মোবাইল সেটের আলো জ্বেলে! ছবি: দৈনিক দখিনের সময়

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, বরিশাল নগরীর চৌমাথা থেকে ধর্মাদী যাবার পথে একটি হলুদ থ্রি-হুইলার দুর্ঘটনার শিকার হয়। ২২ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে এ দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রীর পা ভেঙ্গে যায়। তাদেরকে দ্রুত নেয়া হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সিতে। হাসপাতালের বাহির থেকে এক্স-রে করাতে বলা হয় এবং কিছু অসুধ কিনে আনার জন্য প্রেসক্রিপশনে লিখে দেয়া হয়। কিন্তু এরপর আর সাড়ে রাত দশটা পর্যন্ত কোন ডাক্তাদের দেখা মেলেনি। এমনকি যন্ত্রণায় কাতরাতে থাকা দুই কিশোরীকে ইনজেকশন দেবার মতোও নার্স পাওয়া যাচ্ছিলো না।
অনেক অনুনয় বিনয় করার পর একজন নার্স খুবই বিরক্ত হয়ে ইনজেকশন দিতে সম্মত হন। কিন্তু দেখাগেলো মহিলা সার্জারী ওয়ার্ডে লাইট নেই। এ অবস্থায় মোবাইলের লাইট জেলে ইনজেকশন পুশ করা হয়। এদিকে রাত ১১টা পর্যন্তও কোন চিকিৎসকের দেখা মেলেনি। আবার পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় কোন ডাক্তার আসবেন না বলে জানানো হয়। এ অবস্থায় স্বজনরা নিরূপায় হয়ে দুই কিশোরীকে অন্য হাসপাতালে নিয়েযেতে বাধ্য হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments