Home শীর্ষ খবর পাবলিক হেল্থ প্রধান প্রকৌশলীর বিদায়ী কালেকশন ‍এবং প্রমোদ ভ্রমন

পাবলিক হেল্থ প্রধান প্রকৌশলীর বিদায়ী কালেকশন ‍এবং প্রমোদ ভ্রমন

আলম রায়হান:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অবসরে যাচ্ছেন। আবসরে যাবার বিষয়টি সামনে রেখে তিনি বিদায়ী কালেকশন করছেন। ‍এ তথ্য জানিয়েছে ‍একাধিক সূত্র। শুধু তাই নয় তিনি সরকারী অর্থে বিদেশে প্রমোদ ভ্রমনের পাকা ব্যবস্থা করেফেলেছেন জানাগেছে। আগামী ৭ এপ্রিল তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।
সূত্র বলছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (পাবলিক হেল্থ)-এর প্রধান প্রকৌশলী হবার মতো অবস্থায় ছিলেন না প্রকৌশল মো. সরোয়ার হোসেন। কিন্তু তিনি ওপেনসিক্রেট কারণে ‍এই পদে আসীন হবার সুযোগ পেয়েছেন বলে সূত্র বলছে। কিন্তু সাবেক সাইফুর রহমানের মতো বিভিন্ন প্রকল্প থেকে টাকা হাতিয়ে নেবার ক্ষেত্রে তাঁর বিশেষ ঘাটটি রয়েছে। ‍এ অবস্থায় তিনি বদলী বানিজ্যের দিনে মনোনিবেশ করেন। ‍এবং বেশ আয় করেছেন। ‍এ ক্ষেত্রে তিনি নিজে টাকা নেবার পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ‘খরচ’ হিসেবেও টাকা নিচ্ছেন। এই ঘটনার মধ্যৈ তিনি ‍একআলোচিত ঘটনা ঘটিয়ে ফেলেছেন।
 দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নেবার নামে লটবহরসহ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন । আথচ আমেরিকা থেকে ফিরে তিনি মাত্র ২০টি কর্মদিবস পাবেন। এত স্বল্প সময়ে যুক্তরাষ্ট্রে তাঁর এই প্রশিক্ষণ রাষ্ট্রের কী কাজে লাগবে, সেটিই হচ্ছে ‍এখন মিলিয়ন ডলার প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে দেয়া চিঠিতে বলা হয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা আগামী ৪ থেকে ৮ মার্চ অথবা কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্র সফর করবেন। এই সময়ের মধ্যে আসা-যাওয়ার সময় অন্তর্ভুক্ত নয়। তাঁরা যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্বাস্থ্য খাতে নিরাপদ পানি, পয়োনিষ্কাশন ও পরিচ্ছন্নতা বিষয়ে ‘ওয়াশ ইন হেলথ কেয়ার ফ্যাসিলিটিজ ফর সিনিয়র অফিশিয়ালস’ শীর্ষক সক্ষমতা বাড়ানোর কোর্সে অংশ নেবেন।
তথ্য অনুযায়ী, আমেরিকা সফরকারী দলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন ছাড়াও রয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শাহিদা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এমদাদুল হক চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মো. সরোয়ার হোসেন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ। বাকিরা সংস্থাটির নির্বাহী ও সহকারী প্রকৌশলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

Recent Comments