Home বরিশাল কোটি টাকার ফায়ার ফাইটিং মোটরসাইকেল পড়ে আছে অচল

কোটি টাকার ফায়ার ফাইটিং মোটরসাইকেল পড়ে আছে অচল

দখিনের সময় ডেস্ক:
দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং অগ্নিনির্বাপণে সহজে কার্যকর পদক্ষেপ নিতে পারে এমন ৭০টি ফায়ার ফাইটিং মোটরসাইকেল বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনকে দিয়েছিল চীনের দাতা প্রতিষ্ঠান। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পাঁচ বছর ধরে অচল হয়ে পড়ে আছে  সাড়ে পাঁচ কোটি টাকার এসব দ্রুতযান। ২৫০ সিসি ক্ষমতাসম্পন্ন প্রতিটি মোটরসাইকেলের দাম ছিল ৮ লাখ টাকা করে।
মোটরসাইকেলগুলো মেরামতে নেই উল্লেখযোগ্য কোনো উদ্যোগ। এতে করে একদিকে যেমন কয়েক কোটি টাকার মূল্যবান সম্পদের ক্ষতি হচ্ছে পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বরিশালবাসী। জানা গেছে, ২০১৭ সালে চীন থেকে অনুদান পাওয়া এসব মোটরসাইকেল ৩০ গজ পাইপসহ ৩৯ লিটার পানি বহন করতে পারে। প্রথম ৬ মাসে বিভাগের ২৫০টি অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় সফলতা দেখিয়ে ব্যাপক প্রশংসা কুড়ায় ফায়ার সার্ভিস। এরপর একে একে নষ্ট হতে থাকে মোটরসাইকেলের ব্যাটারি ও চার্জার। ২০১৯ সাল থেকে পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে মোটরসাইকেলগুলো। গাড়িগুলো মেরামতের জন্য দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুইবার এলেও পরে আর আসেননি।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, জনসেবায় এই মোটরসাইকেলগুলো ব্যবহার করে দ্রুত ও ভালো ফলাফল পেয়েছিলাম। বর্তমানে সবগুলো অচল হয়ে পড়ে আছে। এগুলো পুনরায় সচল করে কাজের উপযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এ...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

ইরানের প্রেসিডেন্টের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

Recent Comments