Home লাইফস্টাইল মেয়োনিজ খেতে পছন্দ করেন? জেনে নিন শরীরের কী ক্ষতি করছেন

মেয়োনিজ খেতে পছন্দ করেন? জেনে নিন শরীরের কী ক্ষতি করছেন

দখিনের সময় ডেস্ক:
সালাদ, স্ন্যাকস কিংবা অ্যাপেটাইজারের সঙ্গে মেয়োনিজ না থাকলে কেমন অসম্পূর্ণ লাগে যেন। এটি অত্যন্ত সুস্বাদুও। কিন্তু আপনি কি জানেন যে এই স্বাদযুক্ত খাবারই আপনার সামগ্রিক স্বাস্থ্যকে নিঃশব্দে প্রভাবিত করতে পারে? এর ফলে আপনার ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বেড়েই চলবে। তাই খেতে যত ভালো লাগুক কিংবা যতই প্রিয় খাবার হোক না কেন, এটি খাওয়া বাদ দিতে হবে। কারণ এর স্বাদ যতটা ভালো, আমাদের শরীরের জন্য ঠিক ততটাই ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-
১. ক্যালোরি এবং ফ্যাট: মেয়োনিজ হলো একটি বাড়তি ক্যালোরিযুক্ত খাবার যা তেল, ডিম, সোডিয়াম সমৃদ্ধ লবণ দিয়ে তৈরি। এর ফলে এতে অতিরিক্ত ফ্যাটও যোগ হয়। যাইহোক, এটি বেশিরভাগ সময়ে স্যান্ডউইচ, সালাদ এবং অন্যান্য খাবারে ব্যবহৃত হয়। যা উচ্চ ক্যালোরি গ্রহণের কারণ হতে পারে। তাই অতিরিক্ত ক্যালোরি ও ফ্যাট থেকে বাঁচতে চাইলে এই খাবার খাওয়া পুরোপুরি বাদ দিতে হবে।
২. স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট: মেয়োনিজ বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি করা হয় যাতে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট থাকতে পারে। স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট অত্যধিক গ্রহণ করলে তা কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায়। তাই এ ধরনের রোগ এড়াতে আপনাকে মেয়োনিজ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৩. প্রিজারভেটিভস এবং অ্যাডিটিভস: বাণিজ্যিকভাবে উৎপাদিত মেয়োনিজে এর শেলফ লাইফ এবং স্বাদ বাড়াতে প্রিজারভেটিভ এবং অ্যাডিটিভ থাকতে পারে। তাই এটি বাড়িতে বা রেস্টুরেন্টে তৈরি মেয়োনিজের চেয়ে বেশি ক্ষতির কারণ হতে পারে। তাই খাবারের সঙ্গে অতিরিক্ত স্বাদ যোগ করার জন্য মেয়োনিজ ব্যবহার এড়িয়ে চলুন।
৪. কাঁচা ডিম: মেয়োনেজ তৈরিতে কাঁচা ডিম ব্যবহার করা হয়, যা সালমোনেলার সম্ভাব্য দূষণের কারণে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি তৈরি করতে পারে। বাণিজ্যিক মেয়োনিজ সাধারণত পাস্তুরিত ডিম দিয়ে তৈরি করা হয়, যা গর্ভবতী নারী এবং শিশুদের বা যারা বিপাকীয় স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
৫. অ্যালার্জি​: যাদের বিভিন্ন খাবার থেকে অ্যালার্জি হয় তারা মেয়োনিজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন। কারণ মেয়োনিজে ডিম থাকায় তা কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। মেয়োনিজে অ্যাডিটিভ এবং প্রিজারভেটিভও থাকতে পারে, যা খাদ্যের পুষ্টিগুণকে বাধাগ্রস্ত এবং নির্দিষ্ট কিছু অসুস্থতাকে বাড়িয়ে দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments