দখিনের সময় ডেস্ক:
অল্প বয়সে চুল পাকতে শুরু করেছে অনেকেরই। পাকা চুল এখন আর বয়স বেড়ে যাওয়ার লক্ষণ নয়। এক বার চুল পাকতে শুরু করলে তা স্বাভাবিকভাবে কখনও কালো হয় না। তাছাড়া এক বার যদি চুল পাকতে শুরু করে খুব দ্রুত মাথার বাকি অংশের চুলও সাদা হতে থাকে। তাই মাথায় সাদা চুল দেখা গেলেই সতর্ক হওয়া জরুরি। তবে সাদা চুল কালো করতে নেমে পড়ার আগে কেন এমন হচ্ছে, সেই কারণগুলো এক বার জেনে নেওয়া জরুরি।
অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া: দিনের বেশিরভাগ সময় অফিসেই কাটে। ফলে পেট ভরাতে বাইরের খাবারই ভরসা। দিনের পর দিন বাইরের তেল-ঝাল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসে শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। আর এই অভ্যাস কম বয়সে চুলের অকালপক্কতারও কারণ। অতিরিক্ত পরিমাণে তেলজাতীয় মাছ, মাংস খেলে অল্প বয়সে চুলে পাক ধরার একটা প্রবণতা রয়েছে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার খাওয়া থেকে দূরে থাকাই শ্রেয়।