Home শীর্ষ খবর ভুল করে আমলায়, ক্ষমা চায় মন্ত্রী

ভুল করে আমলায়, ক্ষমা চায় মন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
প্রায়ই দেখা যায়, একজনের পাপে অন্যে ভোগে। বাণিজ্য মন্ত্রণালয়ে এমনই এক ঘটনা ঘটেছে খেজুরের দাম বেধেদেবার জন্য ইস্যুকরা এক চিঠিকে কেন্দ্র করে।  এ ভুলে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।  কিন্তু এই ভুলের জন্য দায়ী কে?
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে শব্দ প্রয়োগ কেলেংকারি ঘটেছে। চিঠিতে প্রতি কেজি ‘অতিসাধারণ/নিম্নমানের খেজুর’ এর দাম ১৫০-১৬৫ টাকা এবং ‘বহুল ব্যবহৃত জাইদি খেজুর’ এর দাম নির্ধারণ করা হয় ১৭০ থেকে ১৮০ টাকা। এ  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বলা হয়, তাহলে কি সরকারই নিম্নমানের খেজুর আমদানিকে উৎসাহিত করছে।
প্রশ্ন হচ্ছে, উল্লেখিত চিঠি তৈরী করেছে কে? নিশ্চয়ই প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রী করেননি। আমলাদের কেউ এই চিঠি তৈরি করেছেন। এরপর সচিবসহ অমলাদের কয়েক টেবিল ঘুরে মন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে। উল্লেখ্য, যেসব মন্ত্রনালয় প্রতিমন্ত্রী পরিচালনা করেন সেসব মন্ত্রণালয়ে দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর হাতে। এ ছাড়া চলমান  বাস্তবতায় বাণিজ্যমন্ত্রণালয় অধিকতর গুরুত্ব বহন করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল মন্ত্রণালয়ের চিঠিতে এতোবড় ‘কাঁচা ভুল’ কীভাবে হয়?  এ বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া প্রতিমন্ত্রী হিসেবে আহসানুল ইসলাম টিটুর বিচক্ষণতারই পরিচয় বহন করে। তিনি পরিস্থিতি সফলভাবে সামাল দিয়েছেন। এখন প্রয়োজন হচ্ছে, যেই আমলারা এই চিঠি তৈরির সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যাতে অন্য আমলারা সাবধান হয়।
উল্লেখ্য, মন্ত্রণালয়ের চিঠিতে ‘নিম্নমানের খেজুর’ লেখার প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে। এ সময় ভুলের জন্য ক্ষমাও চান তিনি।  প্রতিমন্ত্রী বলেন, তাড়াহুড়োয় আমাদের ভুল হয়ে গেছে। সেজন্য আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এসির ফ্যানের গতি বাড়ালে কী গাড়ির মাইলেজ কমে?

দখিনের সময় ডেস্ক: গ্রীষ্মকালে এসি ছাড়া গাড়িতে ভ্রমণ করা কষ্টকর। তাই গরমের কারণে গাড়িতে এসির ব্যবহার বাড়ছে। গাড়ির এসি চালু করার সঙ্গে সঙ্গেই প্রথম যেটা...

আপনি কি খুব বেশি ঘুমাচ্ছেন?

দখিনের সময় ডেস্ক: যদিও ঘুমের ক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা চাহিদা থাকে, তবে দীর্ঘ সময় ধরে ঘুমানো মাঝে মাঝে শরীরের ভেতরের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। অতিরিক্ত...

এসি গ্যাস লিক করলে করণীয় কী?

দখিনের সময় ডেস্ক: হঠাৎ দেখছেন এসির বাতাস কমে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি থেকে যতটা ঠান্ডা আসার কথা ততটা আসছে না। কিন্তু কেন? সাধারণত ফিল্টার নোংরা হলে...

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম...

Recent Comments