Home শীর্ষ খবর ঝালকাঠিতে এক পরিবারের স্বার্থে অ-পরিকল্পিত সেতু নির্মান, সরকারি বিধি-বিধান লঙ্গন

ঝালকাঠিতে এক পরিবারের স্বার্থে অ-পরিকল্পিত সেতু নির্মান, সরকারি বিধি-বিধান লঙ্গন

আব্দুর রহিম, রাজাপুর প্রতিনিধি:
 মাত্র একটি পরিবারের স্বার্থে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়ায় দেড়শত বছরের খালে  ব্যক্তিগত উদ্যোগে অ-পরিকল্পিত ও ঝুঁকিপূর্ন সেতু নির্মান চলছে। এক্ষেত্রে আইন ও সরকারি বিধি-বিধান লঙ্গন করা হচ্ছে।  এর ফলে নৌযান ও পানি চলাচল ব্যাহত হবার আশংকা দেখা দিয়েছে।  এ  সেতু নির্মান বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার, থানা ও এলজিইডিতে এলাকাবসী লিখিত আবেদন করেছেন বলে জানাগেছে।
রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়ায় দেড়শত বছরের মৃধা খালে আইন ও সরকারি বিধি -বিধান অমান্য  করে ব্যক্তি উদ্যোগে একটি সেতু নির্মান করা হচ্ছে। সেতুটি এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড,পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএর প্রত্যায়ন ছাড়াই নির্মান করা হচ্ছে। অ-পরিকল্পিত ও ঝুঁকিপূর্ন এই সেতু নির্মানের ফলে সাধারন মানুষের কোন উপকার হবেনা। ব্যক্তিস্বার্থের এই সেতুটি নির্মান হলে সরকারি এ খালটিতে পানির প্রবাহ কমে প্রায় বন্ধ হয়ে যাবে।  উল্লেখ্য, চল্লিশ কাহনিয়া গ্রামের মৃত আতাহার আলীর পুত্র  সাইদুল ও কামরুল সেতুটি নির্মান করছেন। এব্যাপারে সাইদুল বলেন, আমরা টাকা দিয়া সেতু করতেছি আমাদের খালে তাতে সরকারের কি। টাকা থাকলে কে কি করবে!
দেড়শ’ বছরের পুরনো খালে একটি পরিবারের প্রয়োজনে ব্যক্তি অবৈধভাবে সেতু নির্মাণ প্রসঙ্গে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, এলাবাসীর আবেদন পেয়ে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।  অপরিকল্পি সেতু নির্মাণ এন্ধের বিষয়ে জনগণের অবেদন পাবার কথা স্বীকার করে এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, সরেজমিনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাজাপুর থানার ওসি মু: আতাউর রহমান বলেন,আবেদন পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে  একজন এসআইকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।
ব্যক্তিগত প্রয়োজনে অবৈধ সেতু নির্মাণ প্রসঙ্গে  স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, সেতুটি নির্মান হলে সরকারি অর্থে দেড়শত বছরের মৃধা খালে খননের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হবে।  পানি চলাচল বাধাগ্রস্থ হয়ে হয়ে নাব্যতা হ্রাস পাবে। গচ্চা যাবে খাল খননের জন্য সরকারের লাখ লাখ টাকা। খালে সরকারি আইন বিধি -বিধান লঙ্গন করে একটি ঘরের কয়েকজন ব্যক্তির স্বার্থে, ব্যক্তি উদ্যোগে নির্মানাধীন সেতুটি বন্ধের জন্য এবং নির্মিত অংশ উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাংবাদিক মামুনুর রশীদ নোমানী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments