Home Uncategorized শত কোটি টাকার মালিক এলজিইডির হিসাবরক্ষক তরিকুল, চলাফেরা করেন পিডির গাড়িতে

শত কোটি টাকার মালিক এলজিইডির হিসাবরক্ষক তরিকুল, চলাফেরা করেন পিডির গাড়িতে

দখিনের সময় ডেস্ক:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান কার্যালয়ে হিসাবরক্ষক পদে চাকরি করেন এবি এম তরিকুল ইসলাম । ছোট এই পদে চাকুরি করেই তিনি কয়েক শ কোটি টাকার মালিক হয়েছেন বলে জানাগেছে গেছে। তরিকুল ইসলামের বিলাসী জীবনযাপন করেন, তার হাতের ঘড়ির দামই কয়েক লাখ টাকা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা রয়েছে। সূত্রমতে দুদক তদন্ত শুরু করেছে।  খবর সূত্র: দৈনিক খবরের কাগজ।
তরিকুলের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নে। পারিবারিকভাবে তিনি জামায়াত-বিএনপি পরিবারের। তার বাবা আনোয়ার উদ্দিন শিকদার জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। পরবর্তী সময়ে তিনি বিএনপিতে যোগ দেন। দল দুটির সমর্থন নিয়ে তিনি দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
আগারগাঁও এলজিইডি অফিসের এক কর্মকর্তা বলেন, তরিকুল হিসাবরক্ষক পদে চাকরি করলেও প্রকল্প পরিচালকদের গাড়িতে চলাফেরা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কৌশলে জিম্মি করে তিনি কাজ হাসিল করেন। কথা না শুনলে ওপর মহলকে হাত করে তরিকুল প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করান। হেড অফিসের বড় কর্তাদের সঙ্গে সখ্য এবং মন্ত্রনালয়ে তার যোগাযোগ রয়েছে।  নিউ ধানমন্ডির ১৪ নম্বর রোডের ৮/এ/৪ বাসভবনে রয়েছে তার বিলাসবহুল ফ্ল্যাট।  ওই ভবনের এক বাসিন্দা বলেন, তরিকুলের বাসা যেকোনো ধনী লোকের বাসভবনকেও হার মানায়। পোশাক দেখলে মনে হয় না, তিনি এলজিইডি অফিসের সামান্য হিসাবরক্ষক পদে চাকরি করেন। কোনো হিসাবরক্ষকের কি ৩টি ব্যক্তিগত গাড়ি থাকে? তরিকুল এমনও দাবি করেছেন, প্যারাগনের মতো দামি ব্র্যান্ডের জামাকাপড়-জুতা ছাড়া তিনি ব্যবহার করেন না। প্যারাগনের গুলশান ব্রাঞ্চের এক বিক্রয়কর্মী বলেন, ‘তরিকুল স্যার লাখ লাখ টাকার পোশাক কেনেন।’
এক অনুসন্ধানে জানা গেছে, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সময়ে ২৮১টি পৌরসভায় প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। প্রকল্পের হিসাবরক্ষক হিসেবে তরিকুল এসব কাজের ঠিকাদারদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে ২ শতাংশ হারে অর্থ উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে হিসাবে তিনি ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার অর্থ সংগ্রহের মূল হাতিয়ার আউটসোর্সিংয়ের সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম।
এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সুজায়েত হোসেন জানান, তরিকুলের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। দুদকের কর্মকর্তারা তার সম্পদের অনুসন্ধান ও তদন্ত করছেন। তারা আমাদের অফিসে এসেছিলেন। সবকিছু দেখছেন, সরকারিভাবে যে ব্যবস্থা নেওয়া হয়, সেটাই তারা নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments