Home বরিশাল বরিশাল সমবায় ব্যাংকের ত্রিশ কোটি টাকার সম্পত্তি  বেদখল

বরিশাল সমবায় ব্যাংকের ত্রিশ কোটি টাকার সম্পত্তি  বেদখল

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সমবায় ব্যাংকের জমিতে গড়ে তোলা হয়েছে একটি রেষ্টুরেন্ট। জমি সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন বরিশাল সমবায় ব্যাংকের । ৩২ শতাংশ জমির আংশিক দখল করে তিন তলা ভবন নির্মান করে নাজেমস বিরিয়ানী নামক রেস্তোঁরার মালিকের কাছে অর্ধকোটি টাকা জামানতে মাসিক ৪৫ হাজার টাকায় ভাড়া দেয়া হয়েছে। সমবায় অধিদপ্তরের নাকের ডগায় দখল হলেও বিষয়টি চিঠি চালাচালীতে সীমাবদ্ধ রয়েছে। এখন পর্যন্ত নেয়া হয়নি কোন ব্যবস্থা।
সরেজমিনে দেখা গেছে, সমবায় ব্যাংক বরিশাল এর ৩২ শতাংশ জমি রয়েছে। রয়েছে একটি দ্বিতল ভবন।বর্তমানে সমবায় ব্যাংকের জমিতে নুতন একটি তিনতলা ভবন নির্মান হয়েছে। নুতন ভবনটি ৪৫ হাজার টাকা মাসিক ভাড়া ও অর্ধ  কোটি টাকা এ্যাডভ্যান্স দিয়ে নাজেমস নামে একটি রেস্তোঁরা মালিককে ভাড়া দেয়া হয়েছে।ব্যাংকের পুরানো দ্বিতল ভবনকে বানানো হয়েছে নাজেমসের  রান্নার ঘর। সমবায় অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা  কার্যালয় ও উপজেলা সমবায় বরিশাল অফিস অবগত থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রশ্ন তুলেছেন সমবায়ীরা।
উল্লেখ্য, বরিশাল সমবায় ব্যাংকের কোন বৈধ কমিটি নেই। ব্যাংকটির জমি ও ভবন দখলে সমবায় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অফিসের উপ নিবন্ধক (বিচার) মোঃ রবিউল ইসলাম, বরিশাল জেলা সমবায় অফিসার প্রশান্ত কুমার ব্যানার্জী, উপ-সহকারী নিবন্ধক মোঃ আমিনুল ইসলামের যোগসাজসে এ জমিতে ভবন নির্মান করা হয়েছে বলে সূত্র জানায়। অভিযোগ অস্বীকার করে জেলা সমবায় অফিসার প্রশান্ত কুমার ব্যানার্জী বলেন, ইতিমধ্য সমবায় ব্যাংক বরিশালের অবস্থা সম্পর্কে বরিশাল সদর উপজেলা সমবায় অফিসার লতিফা আকতার একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনটি শীর্ষ কর্মকর্তাদের নিকট পাঠানো হবে।
এদিকে সমবায় জেলা কার্যালয় সুত্র জানিয়েছে, বর্তমানে সমবায় ব্যাংক বরিশালের কোন কমিটি নেই।সমবায় ব্যাংকের জমিতে নতুন ভবন নির্মানে সমবায় অধিদপ্তরের কোন অনুমোদন নেই। এ ছাড়া সমবায় ব্যাংকের জমিতে নতুন ভবনে রেস্তোঁরা ভাড়ার বিষয় সমবায় অধিদপ্তর এর কোন অনুমোদন নেই। বেদখল হওয়া সমবায় ব্যাংক বরিশালের বত্রিশ শতাংশ জমি ও ভবন উদ্ধারে কোন দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বরিশাল বিভাগীয় ,জেলা ও উপজেলা সমবায় অফিস।
বরিশাল সমবায় বিভাগীয় অফিসের যুগ্ন নিবন্ধক মুহাম্মদ আবদুল্লা  আল মামুন বলেন, জেলা সমবায় অফিসারকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সমবায় অধিদপ্তরের ব্যাংক বিষয়ে দ্বায়িত্বে থাকা যুগ্ন নিবন্ধক রাশিদা মুসতারীন বলেন, আমরা সমবায় অধিদপ্তর থেকে বরিশাল সমবায় ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পেয়েছি। প্রতিবেদন হাতে পেলে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো। এ ব্যাপারে নাজেমস বিরিয়ানীর মালিক রেজা জানান, কমিটি থেকে আমি মাসিক ভাড়ায় নিয়ে রেষ্টুরেন্ট করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments