Home শীর্ষ খবর প্রধান প্রকৌশলী হলেন তুষার মোহন সাধু খাঁ

প্রধান প্রকৌশলী হলেন তুষার মোহন সাধু খাঁ

দখিনের সময় রিপোর্ট:
জনস্বাস্থ্য প্রপৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন তুষার মোহন সাধু খাঁ। আজ মঙ্গলবার(২এপ্রিল) ইস্যুকৃত তাঁর ‍এই   নিয়োগ ৭ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী(পরিকল্পনা) পদে কর্মরত রয়েছেন। তুষার মোহন সাধু খাঁ সত ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী।
তুষার মোহন সাধু ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১৮টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পে যোগদান করেন। এরপর ১৯৯০ থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকার গবেষনা ও উন্নয়ন বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সাল থেকে ২০০২ পর্যন্ত প্রথমে ঢাকার গ্রাউন্ড ওয়াটার সার্কেল, পরে সাতক্ষীরা ও মাগুরায় ১৮টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০২ সালের ২১ মে মেহেরপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান। পরের বছর ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত পর্যায়েক্রমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগ, ‘পানির গুনগতমান পরিবীক্ষণ ও পর্যবেক্ষণ সার্কেল’ এবং ঢাকার ‘গ্রাউন্ড ওয়াটার বিভাগের’ নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments