Home শীর্ষ খবর ঢাকায় সাবেক এমপি শম্ভুর গাড়ির ধাক্কায় পথচারী আহত, চালকের বিরুদ্ধে মামলা

ঢাকায় সাবেক এমপি শম্ভুর গাড়ির ধাক্কায় পথচারী আহত, চালকের বিরুদ্ধে মামলা

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর বনানীতে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি আহত হবার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত জাহিদুর রহমান একটি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা। শনিবার( ৬ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটার পরদিন রবিবার বনানী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়। আসামি করা হয় শম্ভুর গাড়ি চালককে। তবে পুলিশ চালককে গ্রেপ্তার করতে পারেনি। জব্দ করতে পারেনি মাইক্রোবাসটিও।
আহত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, শনিবার বিকালে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বনানী সুপার মার্কেটে শপিং করতে যান। বিকাল সাড়ে ৫টার দিকে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউর শেরাটন হোটেলের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৮০৭০) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এসময় গাড়ির চালক নেমে তাকে ধমক দেন। এরপর গাড়ি থেকে নামেন শম্ভু। তিনিও তাকে ধমক দিয়ে মাইক্রোবাস নিয়ে চলে যান।
জাহিদুর রহমানের ডান পায়ে ফ্রাকচার হয়েছে। তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। রাতে শম্ভুকে এ বিষয়ে ফোন করলে তিনি অনুশোচনার বদলে ফের ধমক দেন। পরদিন রবিবার এ বিষয়ে জাহিদুর রহমান বনানী থানায় মামলা দায়ের করেন। জাহিদুর রহমান আহত হওয়ার কথা স্বীকার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘ধাক্কা দেওয়া ঢাকা মেট্রো চ-১৯৮০৭০ গাড়িটি আমার। শনিবার জাহিদুর রহমান নামে এক ব্যক্তির গায়ে গাড়ির ধাক্কা লাগে। পরে কিছু লোক ডেকে আমার গাড়ি হোটেল শেরাটনের দিকে নিয়ে যায়। আমি জাহিদুর রহমানকে বার বার ডাকলেও তিনি সাড়া দেননি। মামলা দেবে বলে চলে গেছেন।’ তিনি আরও বলেন, ‘শুনেছি তিনি (জাহিদুর) হাসপাতালে আছেন। তবে তাকে দেখতে যাওয়া হয়নি।’
এ বিষয়ে বনানী থানার ওসি কাজী সাহান হক সোমবার রাতে বলেন, ‘এখন পর্যন্ত চালকের নাম জানা যায়নি। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’ উল্লেখ্য, বরগুনা-১ আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন শম্ভু। ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারের নৌ-পরিবহন উপমন্ত্রী ছিলেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments