Home শীর্ষ খবর কোমল পানীয়র প্রভাবে বাড়ছে স্থূলতা, সিগারেটের চেয়েও মারাত্মক

কোমল পানীয়র প্রভাবে বাড়ছে স্থূলতা, সিগারেটের চেয়েও মারাত্মক

দখিনের সময় ডেস্ক:
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনিযুক্ত কোমল পানীয়র উৎপাদন। সরকারি হিসাবে গেলো তিন অর্থবছরে তিন গুণেরও বেশি বেড়েছে এসব পানীয়র সরবরাহ। বছরে বিক্রির পরিমান অন্তত আট হাজার কোটি টাকা। উৎসব-পার্বণ কিংবা বিয়ে-জন্মদিনের পার্টিসহ সব আয়োজনে খাবারের বড় অনুষঙ্গ বিভিন্ন ধরনের কোমল পানীয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় চিনির মিশ্রণে তৈরি সফটড্রিংকস খেয়ে শিশুরা স্থুলতায় আক্রান্ত হচ্ছে।  পরিস্থিতি এমনই যে, খাবার পানির চেয়ে সফট ড্রিংকসের চাহিদা বেশি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যও বলছে তেমনই। ২০১৯-২০ অর্থবছরে দেশে সবধরনের কোমল পানীয়’র উৎপাদন ছিলো পাঁচ কোটি ৯২ লাখ ডজন বোতল। পরের অর্থবছরে তা বেড়ে হয় সাড়ে ১০ কোটি ডজন বোতল। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে হয় সাড়ে ১৬ কোটি ডজন বোতল।
বিএসএমএমইউ এর সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, মানুষ চিপস খায়, অতিরিক্ত পরিমানে কার্বোহাইড্রেট খায়। তারপরে সঙ্গে থাকে ড্রিংকস। যাতে আবার অতি মাত্রায় সুগার থাকে। অতিরিক্ত কার্বোহাইড্রেট ও সুগার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঝুঁকিপূর্ণ খাদ্যাভাস। এখনকার শিশু ও যুবকরা অনেক স্থূল। এসব কোমল পানীয়’র মধ্যে চিনির পরিমান অনেক বেশি। জনস্বাস্থ্যের রক্ষায় তাই এসব চিনিযুক্ত সফট ড্রিংকেসর ব্যবহার নিয়ন্ত্রণের তাগিদ জনস্বাস্থ্য বিশ্লেষকদের।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেন, সিগারেটের চেয়েও মারাত্মক বিষ হলো চিনি, জুসসহ অন্যান্য বেভারেজ প্রোডাক্ট। বিশেষ করে কার্বোহাইড্রেট বেভারেজ। ভালো কোনো কিছু এর মধ্যে নেই। আমাদের ওপর অনেকে চড়াও হচ্ছে যে, এ সমস্ত প্রোডাক্টের ওপর কেন এতো কম রাজস্ব নেয়া হবে? তবে বেভারেজের বাজার পড়ে যাচ্ছে বলে জানান তিনি। চলতি অর্থবছরে কোমল পানীয়’র টার্নওভার ট্যাক্স বাড়িয়ে ৫ শতাংশ করা হলেও পরে তা কমিয়ে করা হয় ৩ শতাংশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments