Home আন্তর্জাতিক সামরিক বাহিনীর সাথে কথা বলতে প্রস্তুত ইমরান খান, বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালের...

সামরিক বাহিনীর সাথে কথা বলতে প্রস্তুত ইমরান খান, বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালের সাথে তুলনা

দখিনের সময় ডেস্ক:
ইমরান খান পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ১৯৭১ সালের সাথে তুলনা করেছেন। তিনি (ইমরান) সতর্ক করে বলেছেন, এর ফলে অর্থনৈতিক পতন ঘটবে এবং যখন অর্থনীতি ভেঙ্গে পড়বে তখন দেশ ও প্রতিষ্ঠানগুলোও টিকে থাকবে না। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করেছেন, ১৯৭১ সালের ঢাকা ট্র্যাজেডির সাথে পাকিস্তানের বর্তমান ঘটনাবলির মিল রয়েছে।  ইমরান খান বারবার ইঙ্গিত দিয়েছেন- তিনি সামরিক বাহিনীর সাথে কথা বলতে প্রস্তুত।
বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক পতনের কারণ হতে পারে। একইসঙ্গে স্থিতিশীল অর্থনীতি ছাড়া দেশ এবং প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারে না বলেও শক্তি ও ক্ষমতার কেন্দ্রগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন ইমরান খান। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। দ্য ডন বলছে, ইরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে দলের আইনি দল ইমরানের সাথে দেখা করার পরে দেশটির জাতীয় প্রেসক্লাবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক রওফ হাসান বলেন, কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে সালমান আকরাম রাজা, ইন্তাজার পাঞ্জুথা, শোয়েব শাহীন এবং নাঈম পাঞ্জুথা দেখা করেছেন। ব্যারিস্টার রাজা গণমাধ্যমকে বলেন, ইমরান খান দেশ ও জনগণের জন্য চিন্তিত হলেও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন।
ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা বলেন, ‘আপনি যখন জনগণকে তাদের অধিকার দেবেন না, তখন আপনি বলতে পারবেন না অর্থনীতি এগিয়ে যাবে। ১৯৭০ সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান ঝুলন্ত সংসদ চেয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে, যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। আর এর মাধ্যমে আওয়ামী লীগের ৮০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল।’ ইমরান খানকে উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা আরও বলেন, ‘আমি হামুদুর রহমান কমিশনের রিপোর্টের কথা মনে করিয়ে দিতে চাই, আমরা অতীতে যে ভুলগুলো করেছিলাম, এখনও সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। ১৯৭০ সালেও লন্ডন পরিকল্পনা ছিল এবং আজ আবারও লন্ডন পরিকল্পনার মাধ্যমে (জনগণের ওপর) সরকার চাপিয়ে দেওয়া হয়েছে।’
ব্যারিস্টার রাজা বলেছেন, ইমরান খান বারবার ইঙ্গিত দিয়েছেন- তিনি সামরিক বাহিনীর সাথে কথা বলতে প্রস্তুত। তার (ইমরানের) দাবি, এটিই দেশের স্বার্থে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে। ‍উল্লেখ্য, ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার এই পরমাণু শক্তিধর দেশটিতে রাজনৈতিক সংকটও চলছে সমানতালে। গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক সংকটের যেন কোনও শেষ নেই। এমন অবস্থায় চলমান ঘটনাবলি আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’র দিকে নিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে স্থিতিশীল অর্থনীতি ছাড়া দেশ টিকে থাকতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments