Home শীর্ষ খবর সুন্দরবন-১০ লঞ্চের স্বেচ্ছাচারিতা, হামলার চেষ্টা বিক্ষুব্ধ যাত্রীদের

সুন্দরবন-১০ লঞ্চের স্বেচ্ছাচারিতা, হামলার চেষ্টা বিক্ষুব্ধ যাত্রীদের

দখিনের সময় ডেস্ক:
ঈদ স্পেশাল সার্ভিসের লঞ্চ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোকে কেন্দ্র করে এমভি সুন্দরবন-১০ লঞ্চের স্টাফদের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন বিক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। লঞ্চটি এক ঘণ্টা পর বরিশাল নদী বন্দরে নোঙর করলে হামলার চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেয়া হয়।
লঞ্চের যাত্রী তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার কথা থাকলেও যাত্রী নিতে নিতে দুপুর ১টার দিকে লঞ্চটি ছাড়ে। লঞ্চের স্টাফরা জানিয়েছিল রাত ৮টার মধ্যে বরিশালে নামাবেন। তাতে যাত্রীদের কোনো সমস্যা হতো না। লঞ্চে আসা যাত্রীদের অনেকেই বরিশাল নেমে দূর-দূরান্তে যাবেন। কিন্তু লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে এত ধীরগতিতে চলছিল তাতে বরিশাল নদী বন্দরে এসে পৌঁছায় রাত ১০টায়। বরগুনার বামনা যাবেন এমন এক যাত্রী সাইফুল বলেন, লঞ্চের স্টাফ বা লঞ্চে কোনো হামলার ঘটনা ঘটেনি। বরং লঞ্চ স্টাফরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তা আড়াল করতে লঞ্চ যাত্রীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই যাত্রীর দাবি, লঞ্চ ধীর গতিতে কেন চালানো হচ্ছে এর কারণ জানতে ১৫/২০ জন যাত্রী মাস্টার ব্রিজে মাস্টারের সঙ্গে কথা বলতে যান। এ সময় লঞ্চের স্টাফরা অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ জানান যাত্রীরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ দাবি করেন, আমরা লঞ্চ খুব সাবধানে চালাচ্ছিলাম। বিভিন্ন স্থানে ডুবোচর আছে। লঞ্চ আটকে গেলে ঈদে ঘরমুখো মানুষদের বাড়ি ফিরতে আরও দেরি হবে। এতে কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হন। তারা লঞ্চের মাস্টার ব্রিজে গিয়ে হামলার চেষ্টা চালান। পরে সকলের সহায়তায় তাদের নিবৃত্ত করা হয়।
বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল জলিল বলেন, সুন্দরবন-১০ লঞ্চে হামলার অভিযোগ পেয়ে অভিযুক্ত কয়েকজনকে থানায় আনা হয়েছিল। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় আর লঞ্চ কর্তৃপক্ষের অনাপত্তি থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments