Home শীর্ষ খবর চাঁদার দাবিতে ঢাকা মেডিকেল ক্যান্টিন ভাঙচুর চালিয়েছে পরিচ্ছন্নতা কর্মী

চাঁদার দাবিতে ঢাকা মেডিকেল ক্যান্টিন ভাঙচুর চালিয়েছে পরিচ্ছন্নতা কর্মী

দখিনের সময় ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ‘একতা স্ন্যাকস অ্যান্ড স্যুপ কর্নার’ নামে এক ক্যান্টিনে চাঁদার দাবিতে জসিম উদ্দিন নামে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী ভাঙচুর করেছেন। অভিযুক্ত জসিম উদ্দিন হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় চক্ষু বিভাগে কর্মরত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালের আনসার সদস্য, কর্মচারীদের নেতা ও পুলিশ ঘটনাস্থলে যায়।
ক্যান্টিনের মালিক দেলোয়ার অভিযোগ করেন, জসিম নামে ঢাকা মেডিকেলের এক স্টাফ ঈদের তিন-চারদিন আগে আমার কাছে চাঁদা দাবি করে। আমি তার কথায় কর্ণপাত না করলে ঈদের দিন সে বেশ কয়েকবার আমাকে ফোন দেয়। আমি ফোন রিসিভ না করলে ঈদের দিন রাত ১১টার দিকে জসিম আমার ক্যান্টিনে আসে। পরে ক্যান্টিনে থাকা রোগীদের লিকুইড খাবার রাখার হটপট, চেয়ার-টেবিল ও শোকেসের গ্লাস ভাঙচুর করেন। এতে ক্যান্টিনে রোগীদের জন্য রাখা তরল খাবারসহ বেশ কিছু ফাস্টফুড নষ্ট হয়ে যায়। এসময় তাকে বিরত করতে চাইলে ঢামেক ভবন-২ এর জমাদ্দার জাহাঙ্গীরের উপরে গরম সুপ ফেলে দেয় সে। এতে জমাদ্দার জাহাঙ্গীরের পায়ে ফোসকা পড়ে গেলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জানতে চাইলে হাসপাতালের বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির (বাচসকস) সভাপতি মো. রমিজ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং জানতে পারি জসিম নামে এক সরকারি স্টাফ ক্যান্টিনের মালিক দেলোয়ারের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এর আগে সে এখান থেকে জোর করে ১০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। আরও ২০ হাজার টাকার জন্য সে চাপ দিতে থাকে। এই টাকা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ক্যান্টিন ভাঙচুর করে। পরে আমরা বিষয়টি পরিচালক ও থানা পুলিশকে জানাই।
অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী জসিম উদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে হাসপাতালের মালিক দেলোয়ার ৫০০ টাকা দিতে চেয়েছে। টাকা না দেওয়ায় আমি ক্ষিপ্ত হয়ে তার ক্যান্টিন ভাঙচুর করেছি। ঈদ উপলক্ষ্যে আমি ৫০০ টাকা চেয়েছি, এটা নিয়ে সে অনেক ঘুরিয়েছে। যার কারণে আমার জিদ আমি মিটিয়েছি। কী হবে, এই ঘটনায় সর্বোচ্চ আমি সাসপেন্ড হব। কিন্তু আমার সঙ্গে যারা এসব উল্টাপাল্টা করছে, তাদের আমি দেখে নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনলাইনে তরুণীদের প্রেমের ফাঁদ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

দখিনের সময় ডেস্ক: অনলাইনে সম্পর্ক গড়ে টাকা খোয়ানো বা অ্যাপে বিনিয়োগ করে প্রতারণার শিকার হওয়ার ঘটনা এখন যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠছে। হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করে...

সন্ধ্যার নাস্তায় মুড়ি খান? জেনে নিন শরীরে কী ঘটছে

দখিনের সময় ডেস্ক: সন্ধ্যাবেলায় ক্ষুধা মেটাতে মাঝেমধ্যেই ঝালমুড়ি খান অনেকে। কিন্তু জানেন এর ফলে শরীরে কী হচ্ছে? কীভাবে মুড়ি খেলে পাবেন উপকার? এছাড়া, কখন মুড়ি...

ব্রিটেনে ভোটে এবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এআই স্টিভ

দখিনের সময় ডেস্ক: করতে গিয়ে হিমশিম খেতে হয় এমন সব কাজে এখন ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর মাধ্যমে প্রায় অসম্ভব কাজকে মুহূর্তের মধ্যে করা...

প্রতিদিন এক চামচ ঘি খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: ঘি তার স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত। পোলাও, জর্দা, হালুয়া, বিরিয়ানি, কোর্মা, রোস্টসহ নানা মজাদার রান্নায় এই উপাদান ব্যবহার করা হয়। অনেকে...

Recent Comments