• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে ঢাকা মেডিকেল ক্যান্টিন ভাঙচুর চালিয়েছে পরিচ্ছন্নতা কর্মী

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ণ
চাঁদার দাবিতে ঢাকা মেডিকেল ক্যান্টিন ভাঙচুর চালিয়েছে পরিচ্ছন্নতা কর্মী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ‘একতা স্ন্যাকস অ্যান্ড স্যুপ কর্নার’ নামে এক ক্যান্টিনে চাঁদার দাবিতে জসিম উদ্দিন নামে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী ভাঙচুর করেছেন। অভিযুক্ত জসিম উদ্দিন হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় চক্ষু বিভাগে কর্মরত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালের আনসার সদস্য, কর্মচারীদের নেতা ও পুলিশ ঘটনাস্থলে যায়।
ক্যান্টিনের মালিক দেলোয়ার অভিযোগ করেন, জসিম নামে ঢাকা মেডিকেলের এক স্টাফ ঈদের তিন-চারদিন আগে আমার কাছে চাঁদা দাবি করে। আমি তার কথায় কর্ণপাত না করলে ঈদের দিন সে বেশ কয়েকবার আমাকে ফোন দেয়। আমি ফোন রিসিভ না করলে ঈদের দিন রাত ১১টার দিকে জসিম আমার ক্যান্টিনে আসে। পরে ক্যান্টিনে থাকা রোগীদের লিকুইড খাবার রাখার হটপট, চেয়ার-টেবিল ও শোকেসের গ্লাস ভাঙচুর করেন। এতে ক্যান্টিনে রোগীদের জন্য রাখা তরল খাবারসহ বেশ কিছু ফাস্টফুড নষ্ট হয়ে যায়। এসময় তাকে বিরত করতে চাইলে ঢামেক ভবন-২ এর জমাদ্দার জাহাঙ্গীরের উপরে গরম সুপ ফেলে দেয় সে। এতে জমাদ্দার জাহাঙ্গীরের পায়ে ফোসকা পড়ে গেলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জানতে চাইলে হাসপাতালের বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির (বাচসকস) সভাপতি মো. রমিজ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং জানতে পারি জসিম নামে এক সরকারি স্টাফ ক্যান্টিনের মালিক দেলোয়ারের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এর আগে সে এখান থেকে জোর করে ১০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। আরও ২০ হাজার টাকার জন্য সে চাপ দিতে থাকে। এই টাকা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ক্যান্টিন ভাঙচুর করে। পরে আমরা বিষয়টি পরিচালক ও থানা পুলিশকে জানাই।
অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী জসিম উদ্দিন জানান, ঈদ উপলক্ষ্যে হাসপাতালের মালিক দেলোয়ার ৫০০ টাকা দিতে চেয়েছে। টাকা না দেওয়ায় আমি ক্ষিপ্ত হয়ে তার ক্যান্টিন ভাঙচুর করেছি। ঈদ উপলক্ষ্যে আমি ৫০০ টাকা চেয়েছি, এটা নিয়ে সে অনেক ঘুরিয়েছে। যার কারণে আমার জিদ আমি মিটিয়েছি। কী হবে, এই ঘটনায় সর্বোচ্চ আমি সাসপেন্ড হব। কিন্তু আমার সঙ্গে যারা এসব উল্টাপাল্টা করছে, তাদের আমি দেখে নেব।