Home মতামত বিশাল এক আওয়াজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশাল এক আওয়াজ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে চলমান অরাজক পরিস্থিতির মধ্যে ৯ এপ্রিল বিশাল এক আওয়াজ দিয়ে বসেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘একজন চিকিৎসক দিনে কতজন রোগী দেখতে পারবেন সে বিধান রেখে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে।’ বরিশাল অঞ্চলে প্রবচনের মতো একটি কথা আছে, ‘মিয়ায় পারুক আর নাই পারুক, আইটগাইট মাশাল্লাহ!’ কারো মনে পড়েছে রাচিতে ইন্দিরা গান্ধীকে ঘিরে এক রসালো কথাও।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

হাসপাতাল নিয়ে রাজনীতির দিকপাল ওবায়দুল কাদেরের বক্তব্যের দুদিনের মাথায় ৬ এপ্রিল নিবেদিতপ্রাণ চিকিৎসক থেকে ক্লিন ইমেজের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার সুফল পেতে শুরু করেছেন।’ তার এই কথায় কারো কারো মনে পড়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবদ মহাকাব্যের ‘এক্ষণে অরিন্দাম কহিলা বিষাদে…।’ কারো আবার মনে পড়েছে পুরো এক পুথির পঙক্তি, ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো, কিছুদূর গিয়া মর্দ রওয়ানা হইলো…।’ অবশ্য হাঁটিয়া চলিলো নাকি ‘হাঁকিয়া’ চলিলো তা নিয়ে বোদ্ধাদের মধ্যে দ্বিমত আছে। কে বা কারা ‘হাঁকিয়া’ শব্দটিকে বিকৃত করে ‘হাঁটিয়া’ করেছিল বলে কারো অভিমত। ‘হাঁটিয়া’ শব্দকে ‘হাঁকিয়া’ ধরলে অর্থ হয়, ঘোড়ায় চড়ে বীর হেঁকে চলল। মানে আওয়াজ দিয়ে দ্রুত চলা। কিন্তু মূল পুথিতে যাই থাকুক প্রচলিত হচ্ছে, ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো, কিছু দূর গিয়া মর্দ রওয়ানা হইলো…।’ মন্ত্রীর বক্তব্য অনুসারে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার ‘সুফল পেতে শুরু’ করে থাকলে এটি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাবে কবে? বিগত ৫২ বছর ধরে কী হয়েছে?
বলে রাখা ভালো, বঙ্গবন্ধু সরকারের আমল থেকে হেভিওয়েট ব্যক্তিত্বরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এর খুব একটা ব্যত্যয় ঘটেনি। টানা বিগত তিন মেয়াদের আওয়ামী সরকারের আমলেও না। এমনকি ৯৬ সালের শেখ হাসিনার প্রথম সরকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব খোদ প্রধানমন্ত্রী সপ্তাহখানেক নিজ হাতে রেখেছিলেন। কোনো সরকার আমলেই যদুমধু গোছের কাউকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। তবে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে কতজন প্রত্যাশিত মাত্রায় সফল হয়েছেন তা নিয়ে কিন্তু বিস্তর তর্ক আছে। এ কারণে স্বাস্থ্যমন্ত্রীদের তালিকা বেশ দীর্ঘ এবং এ তালিকায় বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান ৩২তম।
# ঢাকাটাইমস-এ প্রতাশিত, ১৫ ‍এপ্রিল ২০২৪ শিরোনাম, ‘বিবেক সেতুমন্ত্রী এবং মর্দ স্বাস্থ্যমন্ত্রী’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments