Home শীর্ষ খবর জগদ্দল পাথর স্বাস্থ্য খাত

জগদ্দল পাথর স্বাস্থ্য খাত

মেয়াদ বিবেচনায় স্বাস্থ্যমন্ত্রীদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তবে সাফল্যের বরপুত্র হিসেবে বিবেচনা করা যায় কর্নেল মালেক-পুত্র জাহিদ মালেক স্বপনকে। শুধু তাই নয়, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে ‍একই মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার রেকর্ড সৃষ্টি করেছেন। অথচ শেখ হাসিনা সরকারের বিগত মেয়াদে একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে তথ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। পরে নায়িকা-কাণ্ডের অজুহাতে বিদায় হয়েছেন পত্রপাঠ। কিন্তু জাহিদ মালেক স্বপন নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অবশ্য বর্তমান সরকারে কোনো স্থান পাননি। এ নিয়ে অনেক রহস্যজনক কথাবার্তা প্রচলিত আছে।
উল্লেখ্য, জাহিদ মালেক স্বপন মন্ত্রী থাকা অবস্থায়ই তার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ ফলাও করে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সময় প্রকাশ পেয়েছে ঠিকাদার মিঠু কান্ড। এই মিঠু নাকি আবার ‍এক সাংবাদিকের স্বামী। এতো কিছুর পরও স্বপন চেয়ার মোটেই টলেনি। তবে অজ্ঞাত কারণে এবার তার বিধি বাম, সরকারে স্থান পাননি। কে জানে, সাবেক এই মন্ত্রীর অবস্থা সাবেক আইজিপি বেনজীরের মতো হয় কিনা।
সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে স্বাস্থ্য খাতের দিকে গভীরভাবে নজর দিলে বুঝা যাবে, এ এক জগদ্দল পাথর। এ অবস্থায় যাত্রাগানের বিবেক থেরাপি অথবা প্রাচীন পুথির ধারায় চললে পরিস্থিতির কোনো উন্নতি হওয়ার আশা সোনার পাথরবাটি। আরো খারাপ হওয়ার আশঙ্কাই বেশি। অবশ্য খারাপ হওয়ার আর কিছু অবশিষ্ট আছে কি না, তাও এক বড় প্রশ্ন। স্বাস্থ্য খাত নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে তা অধিকভাবে কঠোরতার সঙ্গে বাস্তবায়ন করা ছাড়া আর কোনো গত্যন্তর আছে বলে মনে হয় না। এ ব্যাপারে নেতাকর্মীদের গ্রেপ্তার বিষয়ে বিএনপির মতো ‘পরিসংখ্যানবিদ’ হওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্য খাত নিয়ে গণমাধ্যমে যে ছিটেফোঁটা খবর প্রকাশিত হয় তাই বিবেকবান মানুষের রক্ত হিম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট! কিন্তু এরপরও স্বাস্থ্য খাত নিয়ে মন্ত্রীদের মুখে কেন অনাবশ্যক কথার খৈ ফোটে তা বলা মুশকিল!
# ঢাকাটাইমস-এ প্রতাশিত, ১৫ ‍এপ্রিল ২০২৪ শিরোনাম, ‘বিবেক সেতুমন্ত্রী এবং মর্দ স্বাস্থ্যমন্ত্রী’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

Recent Comments