Home শীর্ষ খবর দোয়ারিকা-শিকারপুর সেতু ইজারায় সাগর চুরির আয়োজন, সরকার হারাবে ৪০ কোটি টাকা

দোয়ারিকা-শিকারপুর সেতু ইজারায় সাগর চুরির আয়োজন, সরকার হারাবে ৪০ কোটি টাকা

আলম রায়হান
দোয়ারিকা ও শিকারপুর সেতুর টোল ইজারার ক্ষেত্রে পুকুর চুরি চলছে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। লাভবান হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। ভাগ পাচ্ছেন আরো অনেক দুর্নীতিবাজরা। সূত্র বলছে, টোল ইজারাকে কেন্দ্র করে চলমান পুকুর চুরিকে সাগর চুরিতে পরিনত করার নতুন উদ্যোগ প্রায় চূড়ান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে। এই অপচেষ্টা সফল হলে সরকার প্রায় ৪০ কোটি টাকা হারাবে।
এ ব্যাপারে বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন রকমের মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এমনকি তাঁর অফিসের সহকারী প্রকৌশল মোঃ হানিফ এই প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তবে সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বশীল অপর এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, টোল ইজারা বা অন্য কোন ক্ষেত্রে অনিয়মের কোন সূযোগ নেই। স্বীকৃত নীতিমালার মধ্যে কয়েক ধাপ পেরিয়ে টোল নির্ধারণ করা হয়। এ ব্যাপারে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি রয়েছে। এই কমিটি নিবীড়ভাবে পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন উল্লেখিত কর্মকর্তা।
এদিকে সূত্র জানিয়েছে, বরিশাল সড়ক বিভাগাধীন বীরশ্রেষ্ঠ কাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু ) ও মেজর এম এ জলিল সেতুর (শিকারপুর সেতু) ২০২১ সালের ইজারা মূল্যের সাথে শতকরা ৭ শতাংশ যোগ করে সিএস পাস করার চেষ্টা চলছে। সওজ বিভাগ এ্যাসেসমেন্ট /ভেরিফাই ছাড়াই উল্লিখিত সেতু দুটি ইজারা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে বলে অভিযোগ আছে। এ ক্ষেত্রে গুজ (গোপন) প্রক্রিয়ার আশ্রয় নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। বর্তমান ইজারায় (কোটেশন ১/বিআরডি/২০২৩-২০২৪ ) এ বিষয়ে ইজারা মূল্য আমলে নেয়া হয়নি বলে জানাগেছে।
উল্লেখ্য, ২০২১ সালে ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেসার্স রহমান ট্রেডার্সকে ১০৯৬ দিন তথা তিন বছরের জন্য উপরেল্লিখিত দুটি সেতু ভ্যাট, আয়করসহ মোট ৫৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়। ইজারার পরে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু চালু হওয়ার পরে সেতুর টোল আদায়ের টাকা প্রায় চারগুণ হয়ে যায়।
প্রতিদিন (২৪ ঘন্টায়) টোল আদায় সর্ব নূন্যতম ৯ লাখ টাকা, সর্বোচ্চ আদায় হয় ১০ লাখ টাকা। সর্বনিম্ম ৯ লাখ টাকা আদায় হলে ১০৯৬ দিনে আদায় হবার কথা ৯৮ কোটি ৬৪ লাখ টাকা। এছাড়া শীত মৌসুমে কুয়াকাটায় দেশ বিদেশের পর্যটক, চরমোনাই পীরের দুটি মাহফিল, শর্ষিনা মাদ্রাসার দুটি মাহফিল, পায়রা বন্দরের মালামাল-গাড়ি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র,তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল-গাড়ি , শেখ হাসিনা সেনানিবাস, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, দুর্গাপুজার দিনগুলোতে টোল আদায়ের হার কয়েকগুন বেড়ে যায়। ফলে, মেসার্স রহমান ট্রেডার্সকে ২০২১ সালের ইজারামুল্যে বর্তমান ইজারা (কোটেশন ১/বিআরডি/২০২৩-২০২৪ ) দেয়া হলে সরকার ৩৯ কোটি ৮৭ লাখ ৬ হাজার টাকা রাজস্ব হারাবে বলে সূত্র জানায়।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা রয়েছে বরিশালের দোয়ারিকা ও শিকারপুর সেতু কেন্দ্রিক। মুক্তিযুদ্ধের সেই অবিস্মরণীয় গৌরব গাথা সদাজাগ্রত রাখার জন্য এ সেতু দুটির নামকরণ করা হয়েছে কাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ও মেজর এম এ জলিল সেতু। কিন্তু এই  সেতু দুটিকে কেন্দ্র করে আর্থিক কলংকের গাথা রচিত হতে শুরু করে কিছু দিনের মধ্যেই। যা থেকে কোন সরকার আমলেই আর মুক্তি পাওয়া যায়নি। বরং কলংকের শাকের আটি পাহাড়ে পরিনত হয়েছে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments