দখিনের সময় রিপোর্ট:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) ও মেজর এম.এ জলিল সেতু (শিকারপুর সেতু) টোল আদায়ের জন্য পূনঃ দরপত্র আহবানের দাবী জানিয়েছেন মেসার্স মোস্তফা-এর স্বত্তাধিকারী মোঃ মোস্তফা খান। এ বাপারে বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে গত ৩১ মার্চ চিঠি দিয়েছেন ঠিকাদার মোঃ মোস্তফা খান।
পূনঃ দরপত্র আহবানের দাবী জানিয়ে ঠিকাদার মোঃ মোস্তফা খান লিখেছেন, বরিশাল সড়ক বিভাগে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) ও মেজর এম.এ জলিল সেতু (শিকারপুর সেতু) ইজারা দরপত্র (৫ম আহবান) বিগত ০৪/০৩/২০২৪ ইং তারিখে আহবান করা হয়। উক্ত ইজারায় অংশগ্রহনের জন্য আমার প্রতিষ্ঠানের নামে শিডিউল ক্রয় করা হয়। পরবর্তিতে ২৮/০৩/২০২৪ ইং তারিখে দরপত্র জমা করার জন্য যাওয়ার পথে কতিপয় সন্ত্রাসীদের বাধার কারণে দরপত্র দাখিল করতে পারিনি। উল্লেখ্য যে, সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে বিগত বছর গুলোতে ৮/১০ বার দরপত্র আহবান করে ইজারাদার প্রতিষ্ঠানের নিকট হতে উপযুক্ত দর আদায় করে ইজারা প্রদান করা হয়। এ বছরে উক্ত সেতুর ইজারার জন্য মাত্র ৫ (পাঁচ) বার ইজারা দরপত্র আহবান করা হয়েছে। এর প্রেক্ষিতে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে পুনরায় দরপত্র আহবান করা প্রয়োজন। পরবর্তী দরপত্র আহবান করা হলে আমি বর্তমান সর্বোচ্চ দরদাতার চেয়ে বর্ধিত হারে দর দিয়ে ইজারা নিতে আগ্রহী আছি।
বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে মেসার্স মোস্তফা-এর স্বত্তাধিকারী ঠিকাদার মোঃ মোস্তফা খানের দেয়া উল্লেখিত পত্রের অনুলিপি দেয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, সচিব, বরিশাল সড়ক বিভাগ অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ও ত্বত্তাবধায়ক প্রকৌশলী বরাবরে।