Home জাতীয় আটকে আছে শুধুই দক্ষিণ!

আটকে আছে শুধুই দক্ষিণ!

দখিনের সময় ডেক্স:

আমরা আটকে আছি পদ্মার কারণে। এখানে ভিড় ঠেকাতে ফেরি বন্ধ করা থেকে শুরু করে ঘাটে বিজিবি পর্যন্ত মোতায়েন করা হয়েছে। অথচ পথে কোনো চেকপোস্ট নাই। এই যে ঢাকা থেকে হাজার হাজার মানুষ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে তাদের তো কেউ আটকাচ্ছে না।

করোনা কি কেবল আমরা পদ্মার দক্ষিণ পাড়ে যারা থাকি তারাই নিয়ে যাব? অন্য কোনো এলাকায় করোনা যাবে না?’ ফেরিঘাটে আটকা পড়া এসব মানুষের অভিযোগের সত্যতা মেলে রাজধানী থেকে বেরোনোর বিভিন্ন পথসহ দূরপাল্লার মহাসড়কগুলোতে।

যমুনা সেতু পার হওয়ার পরপরই চোখে পড়ে বিশাল যানজট। গাড়ি আর এগোচ্ছে না। যমুনা সেতুর অ্যাপ্রোচ থেকে পাবনার মোড় পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় এভাবেই যানবাহনের ভিড়ে জট লেগে থাকে রাত ১২টা পর্যন্ত। এরপর গাড়ি চলতে শুরু করলেও গতি থাকে প্রচন্ড ধীর। এই জটেও চোখে পড়ে অসংখ্য যাত্রীবাহী পিকআপ, ট্রাক ও ছোট ছোট গাড়ি। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামসহ উত্তরাঞ্চলের অন্য কোনো এলাকায় যাওয়ার ক্ষেত্রেও একইভাবে কোনোরকম বাধার সম্মুখীন হচ্ছে না সড়কপথের কোনো যানবাহন।

বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, ‘এক জেলার মানুষের অন্য জেলায় যাওয়া আটকাতেই আন্তঃজেলার বাস এবং লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ভেঙে ভেঙে হলেও বাসে চেপে ঠিকই শত শত মাইল দূরত্বের গন্তব্যে পৌঁছুচ্ছে মানুষ।

কিন্তু জটিলতা হয়েছে বরিশাল-খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বাসিন্দাদের ক্ষেত্রে।

সবাই যাচ্ছে অথচ আটকে গেছে দক্ষিণাঞ্চলের মানুষ। সে পদ্মার কারণে। কই যমুনা, ভৈরব কিংবা দাউদকান্দি সেতুতে তো কাউকে আটকানো হচ্ছে না। দেশের কোনো মহাসড়কে তো এখন আর কোনো চেকপোস্ট নেই। অথচ আমাদের আটকাতে বিজিবি পর্যন্ত মোতায়েন করা হয়েছে।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলেনি? এবারও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানানোর বিষয়টি নিশ্চিত করে লঞ্চ চলাচলের অনুমতি দিলে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ডাবল, ট্রিপল এমনকি ৪ বার করে স্পেশাল সার্ভিস দিয়ে লঞ্চ চলতে পারত। সেক্ষেত্রে আর যাই হোক ফেরিতে যেভাবে গাদাগাদি করে মানুষ গিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি হাজার গুণ বাড়িয়ে দিল তেমন পরিস্থিতি হতো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments