Home শীর্ষ খবর এক কিশোরের গলা কাটল আর এক কিশোর

এক কিশোরের গলা কাটল আর এক কিশোর

দখিনের সময় ডেস্ক:
পরনে লাল গেঞ্জি। গলা থেকে ঝরছে রক্ত। করুণ অবস্থায় ১১ বছরের শিশু শফিকুল কাতরাচ্ছিল চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি পরিত্যক্ত ভবনে। রক্তাক্ত শরীরে তার চেহারায় ভাসছিল বাঁচার আকুতি। খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা। উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
গ্রেপ্তার আসামিরা হলেন- মো. সুমন ও রেজাউল করিম। সর্ম্পকে তারা দুজনই শফিকুলের চাচা। পরে শফিকুলকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার করে পুলিশ। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার জানান, গলায় একটি বাক্স ঝুলিয়ে ফয়’স লেক এলাকায় পান-সিগারেট বিক্রি করত শফিকুল। এ সিগারেটের বাক্সেই নজর পড়ে সুমন ও রেজাউলের।
শফিকুলকে ফুসলিয়ে ফয়’স লেক এলাকার পরিত্যক্ত একটি ভবনে নিয়ে যায় তারা। সেখানে তার কাছ থেকে পান সিগারেটের বাক্সটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। দিতে না চাইলে পরে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে শফিকুলকে সেখানে ফেলে দেওয়া হয়। এ সময় স্থানীয়দের কয়েকজন ভিডিও ধারণ করে। সেই ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসআই নুরুল আবছার আরও বলেন, তিনজনই শিশু-কিশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ সব আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ...

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যু

দখিনের সময় ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট...

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

Recent Comments