Home শীর্ষ খবর পুলিশ নেই পুলিশের মধ্যে   

পুলিশ নেই পুলিশের মধ্যে   

সাধারণভাবেই প্রশ্ন হচ্ছে, বেনজীরের মতো বিশাল এবং অনেক ক্ষুদ্র পুলিশ সদস্য সমানে যা ইচ্ছা তা করেন কীভাবে? এ প্রসঙ্গে কারও কারও মূল্যায়ন হচ্ছে, পুলিশ আসলে পুলিশের মধ্যে নেই। কিশোর যেমন কৈশোরের সীমারেখা লঙ্ঘন করে কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যায়, তেমনই কিছু কিছু পুলিশ সদস্য ‘পুলিশ গ্যাং’ হয়ে গেছে বলে রটনা আছে। কিশোর গ্যাংয়ের যেমন বড় ভাই থাকে, তেমনই ‘পুলিশ গ্যাং’য়েরও থাকে মুরব্বি।
পুলিশ প্রসঙ্গে এই অভিযোগের ভিত্তি কতটা জোরালো তা নিয়ে দ্বিমত থাকতেই পারে। কিন্তু একশ্রেণির পুলিশ যে নিজ বিভাগের চেইন অব কমান্ডের বাইরে অন্য কেবলা ম্যান্টেইন করেন তা তো বারবার প্রমাণিত হয়েছে, নানান ঘটনায়। এ ক্ষেত্রে তো ওসি প্রদীপ দানব সমান হয়ে গিয়েছিলেন। গুলিতে মেজর সিনহা মারা না গেলে কার সাধ্য ছিল ওসি প্রদীপের কেশাগ্র স্পর্শ করে! মাঠপর্যায়ে ওসি প্রদীপ একটি দৃষ্টান্ত মাত্র। এ রকম দৃষ্টান্ত কেবল একটি বিরাজমান-তা মনে করার কোনো কারণ নেই। চেইন অব কমান্ডের বাইরে ওসি প্রদীপ ও বেনজীর আহমেদের অন্য কোনো প্রটেকশন না থাকলে এত অপকর্ম তারা কীভাবে করেছেন! আর অন্য কেউ যে ওসি প্রদীপ ও বেনজীরের পথে হাঁটেননি অথবা হাঁটছেন না- তা কি হলফ করে বলার উপায় আছে! ধারণা করা অমূলক নয়, প্রদীপ-বেনজীরের তরিকায় অনেকেই আছেন। অথবা আছেন কেউ কেউ। অবশ্য এ বিষয়ে সেই বাক্যটি প্রযোজ্য হতে পারে, ‘সবাই কবি নয়, কেউ কেউ কবি।’
নিশ্চয়ই পুলিশের সবাইকে প্রদীপ এবং বেনজীরের কাতারে দাঁড় করানো যাবে না। হয়তো এদের সংখ্যা অগুনতিও নয়। কিন্তু যা আছে তাতেই কিন্তু পুরো কাঠামোতে কলঙ্কের দাগ লাগার জন্য যথেষ্ট। এ ছাড়া জন্মকালীন দোষের বোঝা তো আছেই। এ বিষয়ে চূড়ান্ত কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সরকারের ভাবা প্রয়োজন, অনেক হয়েছে! এখানেই ফুলস্টপ দিতে হবে। এটি নিশ্চিত করা কেবল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। এ জন্য রাষ্ট্রের পরিবেশও এখন বেশ অনুকূলে। আর কারোই দ্বিমত নেই, অসাধ্য সাধনের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অকল্পনীয় উন্নয়নের রূপকার এবং সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে একাধিকবার প্রমাণ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখন পুলিশসহ অন্যান্য সরকারি লোকদেরও পুরোমাত্রায় শুদ্ধ ধারায় আনার কঠিন কাজটিও তাঁকেই করতে হবে। এটি সময়ের দাবি।
# বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত ১৬ মে ২০১৪,  শিরোনাম, “নজিরবিহীন বেনজীর এবং আমাদের পুলিশ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

সাড়ে তিন মাস পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস

দখিনের সময় ডেস্ক: সাড়ে তিনমাস পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট...

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

Recent Comments