Home বরিশাল বরিশালের মেয়রের স্লোগানকে ‘সমালোচনা’ করে ফেসবুকে পোস্ট, সাবেক মেয়র সমর্থক গ্রেপ্তার

বরিশালের মেয়রের স্লোগানকে ‘সমালোচনা’ করে ফেসবুকে পোস্ট, সাবেক মেয়র সমর্থক গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ব্যবহার করা স্লোগানকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মাসুদ সিকদার নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মাসুদ সিকদার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ সিকদারকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মাসুদ সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, বরিশাল সিটি কর্পোরেশন এবং মেয়রকে নিয়ে অপপ্রচার চালানোয় সংক্ষুব্ধ ব্যক্তি মামলা দায়ের করেছেন। মাসুদ সিকদারের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, গত ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত মোট ৭টি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টগুলোতে রাজনীতির বিষয় ইঙ্গিত থাকলেও কারও নাম উল্লেখ নেই। এর মধ্যে একটি পোস্টে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবকশূন্য’। আরেকটি পোস্টে লিখেছেন, ‘নতুন বরিশালের অঙ্গীকার, জনগণের মধ্যে হাহাকার!’
এর মধ্যে ‘নতুন বরিশালের অঙ্গীকার’ স্লোগানটি সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনী স্লোগান। যেটি নগর ভবনেও স্লোগান হিসেবে প্রদর্শিত আছে।  মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে হলেও সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের স্টেডিয়াম কলোনিতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments