Home বরিশাল বরিশালের মেয়রের স্লোগানকে ‘সমালোচনা’ করে ফেসবুকে পোস্ট, সাবেক মেয়র সমর্থক গ্রেপ্তার

বরিশালের মেয়রের স্লোগানকে ‘সমালোচনা’ করে ফেসবুকে পোস্ট, সাবেক মেয়র সমর্থক গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ব্যবহার করা স্লোগানকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মাসুদ সিকদার নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মাসুদ সিকদার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ সিকদারকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মাসুদ সিকদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, বরিশাল সিটি কর্পোরেশন এবং মেয়রকে নিয়ে অপপ্রচার চালানোয় সংক্ষুব্ধ ব্যক্তি মামলা দায়ের করেছেন। মাসুদ সিকদারের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, গত ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত মোট ৭টি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টগুলোতে রাজনীতির বিষয় ইঙ্গিত থাকলেও কারও নাম উল্লেখ নেই। এর মধ্যে একটি পোস্টে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় রেমাল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল, বরিশাল সিটি কর্পোরেশন অভিভাবকশূন্য’। আরেকটি পোস্টে লিখেছেন, ‘নতুন বরিশালের অঙ্গীকার, জনগণের মধ্যে হাহাকার!’
এর মধ্যে ‘নতুন বরিশালের অঙ্গীকার’ স্লোগানটি সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচনী স্লোগান। যেটি নগর ভবনেও স্লোগান হিসেবে প্রদর্শিত আছে।  মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে হলেও সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের স্টেডিয়াম কলোনিতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে মুখ খুললেন জেনারেল মইন ইউ আহমেদ

দখিনের সময় ডেস্ক: বিডিআর বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ। তদন্তে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন সাবেক এই সেনাপ্রধান।...

চাপে পড়ে রাধা-কৃষ্ণের পোস্ট মুছে ফেললেন বলিউড অভিনেত্রী

দখিনের সময় ডেস্ক: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ‘রাধা’-সাজের ছবিতে ভরপুর ছিল। এই কাজটিকেই জীবনের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছিলেন...

আওয়ামী শিবেরে হতাশা, নেতা-কর্মীরা দিশেহারা

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ গত ২৩শে জুন ঘটা করে ৭৫ বছরপূর্তি পালন করেছিল। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায়...

শিরিনের বিরুদ্ধে এবার বাড়ি দখলের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: সরকারি পুকুর দখলের ঘটনায় দলের পদ হারানোর পর ‍এবার অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে তিনতলা বাড়ি দখলের অভিযোগ উঠেছে। প্রায় ২ কোটি...

Recent Comments