Home শীর্ষ খবর পুলিশের পিছু ছাড়ছে না অঘটন

পুলিশের পিছু ছাড়ছে না অঘটন

অঘটনের খবর যেনো পুলিশের পিছু ছাড়ছে না। সঙ্গে আছে হৃদয়বিদারক ঘটনাও। সাবেক আইজিপি বেনজীর আহমেদকে কেন্দ্র করে আমাদের পুলিশ আলোচনার কেন্দ্রে ঘুরপাক খাওয়ার মধ্যেই ৮ জুন দিবাগত রাতে ঘটলো হৃদয়বিদারক এক ঘটনা। পুলিশ সদস্যের গুলিতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাও খোদ রাজধানীতে, এবং খুবই সংবেদনশীল ডিপ্লোমেটিক জোনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি বর্ষণকারী পুলিশ কনস্টেবল মানসিকভাবে বিপর্যন্থ ছিলেন।
গণমাধমে প্রকাশিত খবর অনুসারে, সংবেদনশীল অই এলাকায়ও পুলিশকে ১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, অতীতে ১৮/২০ ঘণ্টা ডিউটি করা ছিল সাধারণ ব্যাপার। এর পরও ঘুমাবার জন্য খালি চৌকির সন্ধানে পুলিশ সদস্যদেরকে বালিশ নিয়ে ছোটাছুটি করতে হতো। সেই অবস্থা থেকে নিশ্চয়ই অনেক উত্তরণ ঘটেছে। এরপরও প্রধানত দুটি প্রশ্ন থেকেই যায়। এক. প্রকারান্তরে চব্বিশ ঘণ্টার কর্ম ঘণ্টার আবর্তে থাকা পুলিশের দিকে রাষ্ট্র কতটা নজর দিতে পেরেছে তুলনামূলক বিচারে? দুই. অনেক অগ্রগতি হওয়ার পরও পুলিশ যে সুযোগ সুবিধা পাচ্ছে তা কি কর্মচাপের আলোকে যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ? মনে রাখা প্রয়োজন, আমাদের পুলিশের দায়িত্ব কিন্তু অনেক। এ বাহিনীর ইতিহাসও অনেক পুরনো, প্রয় শত বছরের।
কেবল আমাদের পুলিশ নয়, পৃথিবীর পুলিশের ইতিহাস বেশ প্রাচীন। শিল্প বিপ্লবের কারণে ইংল্যান্ডের সামাজিক ব্যবস্থায় অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় একটি নিয়মতান্ত্রিক পুলিশ বাহিনীর প্রয়োজন অনুভূত হয়। ১৮২৯ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে পুলিশ গঠনের বিল আনেন। গঠিত হয় লন্ডন মেট্রো পুলিশ। অপরাধ দমনে বা প্রতিরোধে ব্রিটিশ পুলিশের সাফল্য শুধু ইউরোপ নয়, সাড়া ফেলে আমেরিকায়ও। ১৮৩৩ সালে লন্ডন মেট্রো পুলিশের আদলে নিয়ইউয়র্কে গঠিত হয় নগর পুলিশ কর্তৃপক্ষ। এদিকে ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারত শাসনের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করার পর ব্রিটিশ সরকার ১৮৬১ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাসকৃত আইনের অধীনে ভারতবষের্বে প্রতিটি প্রদেশে একটি করে পুলিশ বাহিনী গঠন করে। প্রদেশ পুলিশ প্রধান হিসেবে একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং জেলা পুলিশ প্রধান হিসেবে সুপারিনটেনডেন্ট অব পুলিশ পদ সৃষ্টি করা হয়। ব্রিটিশদের সেই ধারায়ই বিভিন্ন পট পরিবর্তেনের ধারায় বাংলাদেশ পুলিশ।
এদিকে মুক্তিযুদ্ধ বাংলাদেশ পুলিশের ট্রাডিশনাল চরিত্রে বিরাট পরিবর্তন এনে দেয়। আর গত এক দশকে জঙ্গীবাদ দমন এবং নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অকল্পনীয় দক্ষতার পরিচয় দিয়েছে। নিরপেক্ষভাবে দেখলে, সক্ষমতার বিচারে আমাদের পুলিশ দেশের গর্বের বাহিনী। এত কিছুর পরও পুরনো বলয়ের বাইরে পুলিশ খুব একটা আলোচিত হয় না। বরং কিছুকিছু ঘটনা পুলিশের গৌরবের পতাকায় কালিমার ছাপছোপ দিয়ে দেয়। এর দিগন্ত প্রসারিত উদাহরণ হচ্ছে নজিরবিহীন বেনজীর প্রসঙ্গ।
# ঢাকাটাইমস-এ প্রকাশিত, ২৩ জুন ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments