Home শীর্ষ খবর প্রিয় কন্যার বাসায় যাওয়া বন্ধ করেদিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা

প্রিয় কন্যার বাসায় যাওয়া বন্ধ করেদিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা

পুলিশ বাহিনীর শৃংখলার প্রয়োজনে প্রকাশ্য-অপ্রকাশ্য বিভিন্ন ব্যবস্থার সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত চাপও কিন্তু কম নয়। এর মধ্যে একটি উদাহরণ কেউকেউ জানা। তবে এখানে নাম প্রকাশ না করাই ভালো। নাম প্রকাশ করলে দুই রকম প্রতিক্রিয়া হতে পারে। এক. অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর গ্রহণকারী পুলিশ কর্তাটি বিব্রত হতে পারেন। দুই. কারো মনে হতে পারে, তৈল মর্দন চলছে। আর এটি মনে করা হলে তা খুব বেশি অনুচিত বলে বিবেচনা করার উপায় নেই। কারণ আদিকাল থেকে সবকিছুই তো তৈলময়। এ ব্যাপারে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল বিষয়ক বিখ্যাত রচনা তো আছেই। কাজেই বাতেনে থাকা উল্লেখিত দুই পুলিশ কর্মকতার নাম বাতেনে রেখেই ঘটনাটি সংক্ষেপে উল্লেখ করা যাক।
অবসরে থাকা উল্লেখিত পুলিশ কর্মকর্তা চাকরি জীবনে সৎতা, দক্ষতা ও জনসম্পৃক্ততার অসংখ্য দৃষ্টান্ত রেখেছেন। তাকে বলা হয় পুলিশ বাহিনীর আইকন। যেখানে মো. আলমগীর হোসেনের মতো একজন পুলিশ ইন্সপেক্টরেরও পাঁচখানা বাড়ি থাকার উদাহরণ অসংখ্য, সেখানে অবসরের পর উিিল্লখিত অতিরিক্ত আইজিপি উঠেছেন ভাড়া বাড়িতে। জীবন সায়াহ্নে এসেও আছেন ভাড়া বাড়িতেই। কেউ কেউ জানেন, এই ফ্লাটের মালিক একজন সাবেক আইজিপি। সাবেক এডিশনাল আইজিপির ভাড়া থাকার বিষয়টি ‘টাকা কামাই করার অযোগ্যতা’ হিসেবে আখ্যায়িত করতে পারেন কেউ। কিন্তু বাস্তবতা মোটেই সেরকম নয়। তিনি ছিলেন চিন্তা-চেতনা-অনুশীলনে আপদমস্তক সৎ।
নাম ক্রকাশ না করা উিিলখিত পুলিশ কর্মকর্তা প্রিয় কন্যাকে বিয়ে দিয়েছেন সুদর্শন এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। কিন্তু এক পর্যায়ে তার মনে হলো, তিনি যা ভেবে কন্যাদান করেছেন বাস্তবে ততটা বিরাজমান নয়। জামাই রতœটি পুলিশের প্রচলিত গড্ডলিকা প্রবাহে কিছুটা হলেও আছেন। এই মনে হওয়া থেকেই তিনি বেঁকে বসলেন। কিন্তু দানকরা কন্যাতো আর ফেরত নেওয়া যায় না। বলাই তো হয়, ‘স্বত্ব ত্যাগ করিয়া দান করিতে হয়, ফেরত হয় না।’ এ অবস্থার পুলিশ কর্মকর্তাটি তার আদরের কন্যার বাসায় যাওয়া বন্ধ করে দিলেন। বাবার এই সিদ্ধান্তে কন্যা বিরক্ত হলেন তার স্বামীর ওপর। আর স্ত্রী বিরক্ত হলে স্বামীর যে কী দশা হয় তা সবারই কম বেশি জানা। শ্বশুরের সিদ্ধান্তে শ্বশুর কন্যার চাপে নবীন পুলিশ কর্তাটি নিজেকে অনেকটাই সামলে নিলেন। তিনি বর্তমানে একটি মেট্রোপলিটনের কমিশনার পদে আছেন। তবে শুদ্ধতা ও দক্ষতার মানদন্ডে তিনি পুরোমাত্রায় শ্বশুরের সারিতে দাঁড়াতে পেরেছেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে তার বিষয়ে বদনামও শোনা যাচ্ছে না।
এরকম পুলিশ কর্মকতা-সদস্য অসংখ্য না থাকলেও একেবারে কম নয়। কিন্তু তারা আলোচনায় আসেন না। আলোচনায় আসেন বেনজীর-মাঝি-মিজান-সাইফুল-প্রদীপ-নূরুল ইসলাম, মো. আলমগীর হোসেনরা। সাধারণত এদের দিয়েই পুলিশ বাহিনীকে পরিমাপ করা হয়। এ ধারা থেকে উত্তরণ খুবই জরুরি। আর এই প্রয়াস যে একেবারে নেই, তা কিন্তু নয়। প্রয়াস আছে। যার প্রভাবে এখন ফাঁসির দন্ড নিয়ে প্রদীপ কারাগারে। কারাগারে আছেন ডিআইজি মিজান। আর আলমগীর হোসেন অবস্থা বেগতিক দেখে বরিশাল মেট্রোপলিটান ডিবি ওসির লোভনীয় পদের মায়া ছেড়ে বদলির ব্যবস্থা করে অন্যত্র গিয়েছেন। যেখানে সাধারণত কেউ যেতে চায় না। সিংহের রাজত্ব থেকে অন্যত্র উল্লুকের আশ্রয় গ্রহণের সনাতনী কৌশল। কিন্তু এরপরও এবার আর শেষ রক্ষা হয়নি। ৩০ মে মোঃ আলমগীর হোসেনকে গুরুদন্ড দিয়ে চাকুরি থেকে বাধ্যতামূলক আবসরে পাঠানো হয়েছে। এ রকম দৃষ্টান্ত সিভিল প্রশাসনের অন্য বিভাগে কী আছে?
# ঢাকাটাইমস-এ প্রকাশিত, ২৩ জুন ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না: মন্ত্রিপরিষদ সচিব

দখিনের সময় ডেস্ক: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ সোমবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা...

বেপরোয়া এক পুলিশ কনস্টেবল, বরিশাল শহরে মুক্তিযোদ্ধার বাড়ি দখল

আলম রায়হান, অতিথি প্রতিবেদক: বেনজিরের মতো দাপটের আইজি নন, আছাদুজ্জামান মিয়ার মতো ডিএমপির কমিশনার নন, এমনকি জামিল হাসানের মতো বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজিও নন; পুলিশের...

মানুষের জন্য ভয়ংকর দশ প্রাণীর মধ্যে মশা ‍এক নম্বরে, সাপের অবস্থান তিনে

দখিনের সময় ডেস্ক: সাপ নিয়ে সারাদেশে তোলপার চলছে। কিন্তু ভংকর দশ প্রানীর তাীরকায় ‍এই সাপের অবস্থান তিনে। ‍এক নম্বরে রয়েছে মিশা। পৃথিবীতে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষ...

সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হত্যার চক্রান্ত, থানায় জিডি

দখিনের সময় ডেস্ক: অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে নেমেছে- এমন তথ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মংসদ সদস্য সুপ্রিম কোর্টের...

Recent Comments